ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

প্রাথমিক ধাক্কা সামলে এগোচ্ছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৮
প্রাথমিক ধাক্কা সামলে এগোচ্ছে বাংলাদেশ মোহাম্মদ মিঠুন ও মুশফিকুর রহিম। ছবি: সংগৃহীত

ব্যাটিংয়ে নেমে ১২ রানেই নেই বাংলাদেশের তিন উইকেট টাইগারদের। সেই ধাক্কা সামলে ধীরে ধীরে স্কোর সমৃদ্ধ করছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম ও মোহাম্মদ মিঠুন।

দুজন মিলে অর্ধশত রানের জুটি গড়ে তোলেন। মুশফিকের ৩৭ ও মিঠুনের ১৭ রানে বাংলাদেশের বর্তমান স্কোর তিন উইকেট হারিয়ে ৬৯ রান।



এর আগে দলীয় মাত্র ৫ রানে সৌম্য সরকারের ফেরার ধাক্কা না সামলাতেই আউট হয়ে ফিরলেন মুমিনুল হক ও ওপেনার লিটন দাস।  

টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। কিন্তু ইনিংসের শুরুটা মোটেই ভালো করতে পারেনি টাইগাররা। দলীয় মাত্র ৫ রানেই ফিরে যান এক বছর পর ওয়ানডে দলে আসা সৌম্য সরকার। ব্যক্তিগত শূন্য রানেই ফেরেন তিনি।

এরপরই উইকেটে আসেন সাকিব আল হাসানের পরিবর্তে দলে জায়গা পাওয়া মুমিনুল হক। তিনি এক চারের মারে ৫ রান করে ফেরেন শাহেন শাহ আফ্রিদির বলে।  

চতুর্থ ওভারে তিনি ফেরার পর পঞ্চম ওভারে ফেরেন ওপেনার লিটন দাসও। ১৬ বলে মাত্র ৬ রান করে ফেরেন তিনি।  

বুধবার (২৬ সেপ্টেম্বর) আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টায় শুরু হয় ম্যাচটি। এ ম্যাচের জয়ী দল পৌঁছে যাবে এশিয়া কাপের ফাইনালে। সেখানে আগেই অপেক্ষা করছে ভারত।  

একদিকে ‘আনপ্রেডিক্টেবল’ পাকিস্তান অন্যদিকে আত্মবিশ্বাসী বাংলাদেশ। জমজমাট ম্যাচের অপেক্ষায় আছেন সমর্থকরা। চলতি এশিয়া কাপে প্রথমবারের মতো দলে জায়গা পেয়েছেন সৌম্য সরকার। উদ্বোধনী জুটির টানা ব্যর্থতাই সৌম্যর ভাগ্য খুলে দিয়েছে। দলে ডাকা হয়েছে রুবেল হোসেনকেও।

তবে বাংলাদেশের জন্য বড় ধাক্কা সাকিব আল হাসানের না থাকা। বাদ পড়েছেন নাজমুল ইসলাম অপু, নাজমুল হাসান শান্ত।  

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৮
এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।