ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

‘বাংলাদেশের ঘরেই আসুক ট্রফি’

মেহেরিনা কামাল মুন, নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৮
‘বাংলাদেশের ঘরেই আসুক ট্রফি’ আয়শা রহমান শুকতারা। ছবি: শোয়েব মিথুন

আর মাত্র কয়েক ঘণ্টা পরই দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ-ভারতের মহারণ। এশিয়া কাপের ১৪ তম আসরের এই ফাইনালের অপেক্ষা বিশ্বের কোটি কোটি ক্রিকেট সমর্থক। উৎকন্ঠায় সময় পার করছেন দুই দলের ক্রিকেটার থেকে শুরু করে সাধারণ মানুষও। বাদ যায়নি বাংলাদেশ নারী ক্রিকেট দলের সদস্যরাও।

বাংলাদেশের ঘরে এশিয়া কাপের মতো মর্যাদার ট্রফি এনে দিয়েছে নারী ক্রিকেট দল। তাদেরও প্রতিপক্ষ ছিল সেই ভারতই।

গেল জুনে মালয়েশিয়ায় ভারতের বিপক্ষে রুদ্ধশ্বাস লড়াইয়ের পর চ্যাম্পিয়ন হয়ে ঘরে ফেরেন শুকতারা। তিন মাস পর একই পরীক্ষায় অবতীর্ণ হয়েছেন মাশরাফি-মুশফিকরা।

১ অক্টোবর থেকে পাকিস্তানের বিপক্ষে শুরু হবে বাংলাদেশ নারী ক্রিকেট দলের সিরিজ। অনুশীলন-ভ্রমন এসব নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন নারী ক্রিকেটাররাও। এরই ফাঁকে বাংলাদেশ নারী ক্রিকেট দলের তারকা অলরাউন্ডার আয়শা রহমান শুকতারা কথা বলেন বাংলানিউজের সঙ্গে।

মুঠোফোনে তিনি বলেন, ‘তাদের তো বলার কিছু নেই, তারা আমাদের থেকে অনেক বড়, অনেক অভিজ্ঞ, অনেক ভালো বোঝেন আমাদের থেকে। তারা অবশ্যই সঠিক পথেই আছেন। আমি শুধু শুভ কামনা জানাতে পারি। মনে-প্রান সব কিছু দিয়ে চাই তারা চ্যাম্পিয়ন হোক। আমরা চ্যাম্পিয়ন হয়েছি, তারাও হোক, বাংলাদেশের ঘরেই আসুক ট্রফি। অনেক বড় পাওয়া হবে আমাদের জন্য। ’

শুক্রবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৫টায় দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত।

বাংলাদেশ সময়: ১৪১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৮
এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।