ঢাকা, শনিবার, ৫ আশ্বিন ১৪৩২, ২০ সেপ্টেম্বর ২০২৫, ২৭ রবিউল আউয়াল ১৪৪৭

ক্রিকেট

আসিফ-সানির স্পিনে ভর করে জিতল ঢাকা মেট্রো 

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২৩, অক্টোবর ৪, ২০১৮
আসিফ-সানির স্পিনে ভর করে জিতল ঢাকা মেট্রো  ঢাকা মেট্রো। ছবি: সংগৃহীত

দুপুর না গড়াতেই শেষ সিলেট। এক কথায় গুঁড়িয়ে দিয়েছে ঢাকা মেট্রো। আসিফ হাসান ও আরাফাত সানির ঘূর্নিতে বড় জয় দিয়ে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) আসর শুরু করল ঢাকা।

ইনিংস ও ৪১ রানের ব্যবধানে সিলেটের বিপক্ষে জয় পায় ঢাকা মেট্রো। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার (৪ অক্টোবর) ৪ উইকেটে ১৪৯ রান নিয়ে দিনের শুরু করে স্বাগতিকরা।

আসিফ ও সানির স্পিনে বিভ্রান্ত হয়ে এদিন সিলেটের ইনিংস মোটে ১১.৪ ওভার টিকে থাকতে পারে। ২১ রান যোগ করেই দ্বিতীয় ইনিংসে ১৭০ রানে গুটিয়ে যায় সিলেট।

অলক কাপালী ও শাহানুর রহমানকে ফেরাব বাঁহাতি স্পিনার আসিফ। সিলেটের ভরসা রাজিন সালেহকে ফেরান আরেক বাঁহাতি স্পিনার সানি। শূন্য রানেই শেষ চার উইকেট হারিয়ে ফেলে স্বাগতিকরা।

ক্যারিয়ার সেরা বোলিংয়ে করেন তরুণ স্পিনার আসিফ। ৪৪ রানে ৫ উইকেট নেন তিনি।
প্রথম শ্রেণির ক্রিকেটে এইটিই তার প্রথম পাঁচ উইকেট। এছাড়া সানি নেন ৬৩ রানে ৩ উইকেট।
দল হারলেও ক্যারিয়ার সেরা ১৫৭ রানের সুবাদে ম্যাচ সেরার পুরস্কার জেতেন ঢাকা মেট্রোর ওপেনার সাদমান ইসলাম।  

বাংলাদেশ সময়: ১৫১৯ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৮
এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।