ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ফজলে রাব্বিকে আবারও সুযোগ দিতে চান মাশরাফি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৫ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৮
ফজলে রাব্বিকে আবারও সুযোগ দিতে চান মাশরাফি ফজলে রাব্বি বিষয়ে কথা বলেন মাশরাফি। ছবি: বাংলানিউজ

চট্টগ্রাম: জিম্বাবুয়ে বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে সিকান্দার রাজার বলে এগিয়ে খেলতে গিয়ে উইকেটরক্ষক ব্র্যান্ডন টেইলরের স্ট্যাম্পিংয়ের শিকার হন ফজলে মাহমুদ রাব্বি। প্রথম ম্যাচের মতো এবারও তার রানের খাতায় শুন্য। 

রাব্বির অভিষেকের পরপর দুই ম্যাচ বিবর্ণ হলেও অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা বলেনন, ‘আসলে ফজলে রাব্বি খুব আনলাকি। ব্যাটসম্যানের ক্ষেত্রে এরকম হয়ে থাকে।

তাকে আরও একবার সুযোগ দিলে, আই ডোন্ট মাইন্ড। ’ 

বৃহস্পতিবার (২৫ অক্টোবর) দুপুরে রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ লবিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রাব্বি প্রসঙ্গে মাশরাফি বলেন,  ‘প্রথম ম্যাচে শুন্য রানের আউট। পরের ম্যাচে রান তুলার চিন্তা তাড়িয়ে বেড়ায় তাকে। সেজন্য রান তুলতে গিয়ে আউট হন তিনি। কাউকে সুযোগ দেওয়ার পর মাত্র এক-দুই ম্যাচ দেখেই বাদ দেওয়ার পক্ষপাতী আমি নই। ’ 

৩০ বছর ২৯৫ দিন বয়সে ওয়ানডে অভিষেক হয় ফজলে রাব্বির। মূলত ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকতা এবং সাকিব আল হাসান দলে না থাকায় জিম্বাবুয়ে সিরিজের দলে ডাক পান রাব্বি।

মাশরাফি বলেন,  ‘রাব্বির মতো আমারও হতে পারত। আমার কাছ থেকে অবশ্যই মনে হয় যে সে আরও একটা সুযোগ প্রাপ্য। বাকিটা তো নির্বাচক, টিম ম্যানেজম্যান্টের ব্যাপার। আমি বিশ্বাস করি ব্যাকআপ করলে এভাবেই ব্যাকআপ করা উচিত। ’ 

বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৮
জেইউ/টিসি/এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।