ঢাকা, শুক্রবার, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ৩০ মে ২০২৫, ০২ জিলহজ ১৪৪৬

ক্রিকেট

বিসিবি-জিম্বাবুয়ে অনুশীলন ম্যাচের প্রথমদিনের খেলা বাতিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:২৮, অক্টোবর ২৯, ২০১৮
বিসিবি-জিম্বাবুয়ে অনুশীলন ম্যাচের প্রথমদিনের খেলা বাতিল জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম-ছবি: সংগৃহীত

চট্টগ্রাম: বৈরী আবহাওয়ার কারণে সফররত জিম্বাবুয়ে দলের সঙ্গে বিসিবি একাদশের ৩ দিনের অনুশীলন ম্যাচের প্রথম দিনের খেলা বাতিল হয়েছে।

সোমবার (২৯ অক্টোবর) টানা বৃষ্টির পর বিকেল ৩টায় দুই দলের সঙ্গে আলোচনা শেষে ম্যাচের প্রথম দিনের খেলা বাতিল করেন ম্যাচ রেফারি রকিবুল হাসান। তবে বৈরী আবহাওয়া না থাকলে দ্বিতীয় দিনের খেলা চলবে বলে জানান তিনি।

এদিকে ম্যাচ রেফারি প্রথম দিনের খেলা বাতিলের ঘোষণা দেওয়ার পর এম এ আজিজ স্টেডিয়াম থেকে হোটেল ফিরে গেছেন দুই দলের খেলোয়াড়রা।
 
বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৮
এমআর/টিসি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।