সোমবার (২৯ অক্টোবর) বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে টসে জিতে ফিল্ডিং বেছে নেয় ঢাকা বিভাগ। তাদের সেই সিদ্ধান্ত দারুণ কার্যকর সাব্যস্ত হয় যখন বল হাতে জ্বলে উঠেন সালাউদ্দিন শাকিল ও সুমন খান।
দলের রান যখন মাত্র ৫৯, তখন হাতে ২ উইকেট রেখেও ইনিংস ডিক্লেয়ার করে বসেন ঢাকা মেট্রোর অধিনায়ক মার্শাল আইয়্যুব। দ্বিতীয় দ্বিতীয় স্তরে শীর্ষে থেকে লিগ শেষ করে প্রথম স্তরে উন্নিত হওয়ার চেষ্টাই হয়তো এমন সিদ্ধান্তের মূল কারণ। অলআউট হলে ঢাকা বিভাগ বাড়তি পয়েন্ট পেয়ে যেতো বলেই এমন অদ্ভুত সিদ্ধান্ত।
ঢাকা মেট্রোর হয় সর্বোচ্চ ১৪ রান করেছেন মোহাম্মদ আশরাফুল। দুই অঙ্ক ছুঁতে পেরেছেন শামসুর রহমান (১১) ও সৈকত আলী (১০)।
এদিকে জবাব দিতে নেমে ৩ উইকেট হারিয়ে ১৬৭ রান নিয়ে দিন শেষ করেছে ঢাকা বিভাগ। ওপেনিং ব্যাটসম্যান রনি তালুকদার করেন ৮৬ রান আর সাইফ হাসান করেছেন ৪৯ রান। ঢাকা বিভাগের হয়ে ২৭ রানে ২ উইকেট নিয়েছেন কাজী অনিক।
এদিকে রংপুরে এনসিএলের প্রথম স্তরের ম্যাচে রাজশাহী বিভাগের বিপক্ষে সারাদিন শেষে ৫ উইকেট হারিয়ে ২৩০ রান সংগ্রহ করেছে রংপুর বিভাগ।
দলীয় ৩৩ রানে ওপেনিং ব্যাটসম্যান ফারদিন হাসানের (১৩) উইকেট হারালেও দলকে পথ দেখান আরেক ওপেনার রাকিন আহমেদ (৭৯)। দলীয় ১০৯ রানে রাকিনকে বোল্ড করেন রাজশাহীর সানজামুল ইসলাম। রংপুরের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ (৬৩) রান করে অপরাজিত আছেন নাঈম ইসলাম। রাজশাহীর বোলারদের মধ্যে ৪১ রানে ৩ উইকেট পেয়েছেন সানজামুল।
অন্যদিকে বরিশাল ও খুলনা বিভাগের মধ্যকার প্রথম স্তর এবং চট্টগ্রাম ও সিলেটের মধ্যকার দ্বিতীয় স্তরের প্রথম দিনের খেলা বৈরি আবহাওয়ার কারণে মাঠে গড়ায়নি।
বাংলাদেশ সময়: ২০৪২ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৮
এমএইচএম/এমএমএস