ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ড্র’তে শেষ বিসিবি-জিম্বাবুয়েনস প্রস্তুতি ম্যাচ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০০ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৮
ড্র’তে শেষ বিসিবি-জিম্বাবুয়েনস প্রস্তুতি ম্যাচ ড্র’তে শেষ বিসিবি-জিম্বাবুয়েনস প্রস্তুতি ম্যাচ-ছবি: উজ্জ্বল ধর-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রামে অনুষ্ঠিত বাংলাদেশ ক্রিকেট বোর্ড একাদশ বনাম জিম্বাবুয়েনসের তিন দিনের প্রস্তুতি ম্যাচটি ড্র’তে শেষ হয়েছে। যদিও বুধবারই (৩১ অক্টোবর) মাঠের খেলা উপভোগ করে দর্শকরা। যেখানে সফরকারীরা প্রথম ইনিংসে ৫ উইকেট হারিয়ে ১৪৫ রানে ইনিংস ঘোষণা করে। জবাবে বিসিবি ২ উইকেট হারিয়ে ৫৬ রান করে।

এ ম্যাচে জিম্বাবুয়ে ক্রিকেট দল জিম্বাবুয়েনস নামে মাঠে নামে।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম দিনে বৃষ্টির কারণে একটি বলও মাঠে গড়ায়নি।

দ্বিতীয় দিন মাত্র ৯ ওভার খেলা হয়। যেখানে টসে হারা জিম্বাবুয়ে প্রথমে ব্যাট করতে নেমে এক উইকেট হারিয়ে ১২ রান করেছিল।

প্রস্তুতি ম্যাচ তাই জিম্বাবুয়ে ১৩ ও বিসিবি ১২ জন ক্রিকেটার দলে রাখে। যদিও ব্যাটিং ও ফিল্ডিংয়ে ১১জন করেই খেলতে নামে।

জিম্বাবুয়ের ব্যাটিংয়ে হ্যামিল্টন মাসাকাদজা ৩৯ ও শেন উইলিয়ামস ২৯ করে স্বেচ্ছায় অবসরে জান। ৩২ রানে অপরাজিত থাকেন সিকান্দার রাজা।

বাংলাদেশি বোলারদের মধ্যে ২টি উইকেট পান এবাদত হোসেন। এছাড়া একটি করে উইকেট তুলে নেন রুবেল হোসেন, আফিফ হোসেন ও জাকির হাসান।

বিসিবির হয়ে ব্যাটিংয়ে নামা ওপেনার আরিফুল হক ব্যক্তিগত ৪  রানে কাইল জারভিসের বলে ফিরে যান। তবে। আরেক ওপেনার নাজমুল হোসেন শান্ত ২২ রানে অপরাজিত থাকেন। এছাড়া ১৯ রান করেন মিজানুর রহমান।

আগামী ৩ নভেম্বর সিলেটে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, ৩১ অক্টোবর, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।