ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

তৃতীয় দিন ফিল্ডিংয়ে নেমেছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৯ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৮
তৃতীয় দিন ফিল্ডিংয়ে নেমেছে বাংলাদেশ ছবি: শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মিরপুর টেস্টের জমজমাট দুই দিন পর তৃতীয় দিন ফিল্ডিংয়ে নেমেছে বাংলাদেশ। যদিও সিরিজ বাঁচাতে হলে এ ম্যাচ জয় ছাড়া কোনো বিকল্প নেই টাইগারদের সামনে। তবে গত দুই দিন ইতিবাচক ক্রিকেট খেলায় স্বাগতিকদের প্রতি বেশ খুশি সমর্থকরা।

মিরপুর শের ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সকাল সাড়ে ৯টায় দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন মাঠে নামে দু’দল।

এর আগে মুমিনুল হকের ১৬১ ও মুশফিকুর রহিমের রেকর্ড গড়া ডাবল সেঞ্চুরিতে (২৯১) বাংলাদেশ ৭ উইকেট হারিয়ে ৫২২ রানে প্রথম ইনিংস ঘোষণা করে।

জবাবে দ্বিতীয় দিনের শেষ দিকে ব্যাটিংয়ে নেমে ২৫ রানে এক উইকেট হারায় জিম্বাবুয়ে।

এর আগে সিলেট টেস্টে ১৫১ রানে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে জিম্বাবুয়ে।

বাংলাদেশ সময়: ০৯২৯ ঘণ্টা, ১৩ নভেম্বর, ২০১৮
এমএমএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।