ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

দিনের প্রথম ব্রেক থ্রু এনে দিলেন তাইজুল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩০ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৮
দিনের প্রথম ব্রেক থ্রু এনে দিলেন তাইজুল দিনের প্রথম ব্রেক থ্রু এনে দিলেন তাইজুল-ছবি: শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মিরপুর টেস্টের জমজমাট দুই দিন পর তৃতীয় দিন ফিল্ডিংয়ে নেমেছে বাংলাদেশ। যদিও সিরিজ বাঁচাতে হলে এ ম্যাচ জয় ছাড়া কোনো বিকল্প নেই টাইগারদের সামনে। তবে গত দুই দিন ইতিবাচক ক্রিকেট খেলায় স্বাগতিকদের প্রতি বেশ খুশি সমর্থকরা। এরইমধ্যে দিনের প্রথম উইকেট তুলে নেন তাইজুল ইসলাম।

জিম্বাবুয়ে দলের ৪০ রানে ৪৬ বলে ৮ রান করা ডোনাল্ড ট্রিপানোকে মেহেদি হাসান মিরাজে ক্যাচে ফেরান তাইজুল। এর আগে প্রথম দিন সফরকারীদের ওপেনার হ্যামিল্টন মাসাকাদজাকেও তাইজুলই আউট করেছিলেন।

মিরপুর শের ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সকাল সাড়ে ৯টায় দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন মাঠে নামে দু’দল।

এর আগে মুমিনুল হকের ১৬১ ও মুশফিকুর রহিমের রেকর্ড গড়া ডাবল সেঞ্চুরিতে (২৯১) বাংলাদেশ ৭ উইকেট হারিয়ে ৫২২ রানে প্রথম ইনিংস ঘোষণা করে।

জবাবে দ্বিতীয় দিনের শেষ দিকে ব্যাটিংয়ে নেমে ২৫ রানে এক উইকেট হারায় জিম্বাবুয়ে।

এর আগে সিলেট টেস্টে ১৫১ রানে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে জিম্বাবুয়ে।

বাংলাদেশ সময়: ১০২৯ ঘণ্টা, ১৩ নভেম্বর, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।