এরপর জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে তিন ম্যাচ সিরিজে ২-০তে জিতে স্বাগতিকদের হারের যন্ত্রণা উপহার দেয় মাশরাফিবাহিনী।
পরের মাসে এশিয়া কাপেও টাইগারদের দাপট দেখলো পুরো ক্রিকেট বিশ্ব।
অর্থাৎ ত্রিদেশীয় সিরিজ ও এশিয়া কাপের ফাইনাল ম্যাচটি বাদ দিলে বছরের পুরো সময়টিই কিন্তু ওয়ানডে ফরম্যাটে স্বপ্নের মতো কাটিয়েছে লাল সবুজের দল। দেশে ও দেশের বাইরে খেলা মোট ১৭টি ম্যাচের ১১টিতেই জয় নিয়ে মাঠ ছেড়েছে। এরমধ্যে ৬টিই ছিলো বিদেশের মাটিতে। আর বাকি ৫টি জয় ধরা দিয়েছে দেশে।
বছরের শুরু থেকে পাওয়া এ সাফল্য একবারে শেষে এসেও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ধরে রাখতে চাইছেন লাল সবুজের ওয়ানডে দলপতি মাশরাফি বিন মর্তুজা। শনিবার (৮ ডিসেম্বর) মিরপুরে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে তিনি তেমনই ইঙ্গিত দিয়ে রাখলেন।
‘এই বছরে আমাদের পারসেন্টেজ অনেক ভালো, স্রেফ দুইটা ফাইনাল বাদ দিলে। অবশ্যই এখানে একটা ফাইনাল জিততে পারলে ভালো হত, বিশেষ করে এশিয়া কাপ ফাইনাল। এছাড়া আমার কাছে মনে হয় এই বছর রেটিং খুব ভালো আছে। আর অবশ্যই, ভালোভাবে শেষ করতে পারলে খুব ভালো হবে। বিশেষ করে সামনের বছর শুরু থেকে অনেক চ্যালেঞ্জ আছে। শেষটা ভালো করলে এই বছরটা খুব ভালো যাবে। ’
আর বিদায়ী বছরের এই আত্মবিশ্বাসই নতুন বছরের শুরুর সিরিজ নিউজিল্যান্ডে টাইগারদের ভাল কিছুর জ্বালানি যোগাবে। যার রেশ থাকবে ২০১৯ ইংল্যান্ড ,ওয়েলস বিশ্বকাপেও।
বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, ০৮ ডিসেম্বর, ২০১৮
এইচএল/এমএমএস