বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটি সূত্র বিষয়টি মঙ্গলবার (১৮ ডিসেম্বর) বাংলানিউজকে নিশ্চিত করেছে।
সূত্র জানিয়েছে, ‘ইংল্যান্ডের আগেই নিউজিল্যান্ড খুব করে চাচ্ছিলো আমাদের সাথে সিরিজ খেলতে।
সিরিজের প্রধান ভেন্যু হিসেবে থাকছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। অপর ভেন্যু হিসেবে থাকবে ফতুল্লা খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম কিংবা মিরপুর শের ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম।
এদিকে লাল সবুজের যুবাদের সঙ্গে ১টি টি-টোয়েন্টি, ৩টি ওয়ানডে ও ২টি চারদিনের ম্যাচ খেলতে ২০ জানুয়ারি বাংলাদেশ সফরে আসছে ইংলিশ যুবারা। সিরিজটিকে সামনে রেখে ৪ জানুয়ারি থেকে অনুশীলন ক্যাম্প শুরু করবে স্বাগতিক বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সিরিজের ভেন্যু হিসেবে থাকছে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম ও কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম।
২৭ জানুয়ারি ২০১৯ সিরিজের একমাত্র টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। একই ভেন্যুতে ২৯, ৩১ জানুয়ারি এবং ২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে তিন ম্যাচ সরিজের ওয়ানডে। এরপর ৭-১০ ফেব্রুয়ারি এবং ১৫-১৮ ফেব্রুয়ারি দুটি চার দিনের ম্যাচ গড়াবে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।
বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৮
এইচএল/এমএইচএম