ঢাকা, সোমবার, ৪ কার্তিক ১৪৩২, ২০ অক্টোবর ২০২৫, ২৭ রবিউস সানি ১৪৪৭

ক্রিকেট

মিরপুরের স্পিন স্বর্গে নাসুমের প্রত্যাবর্তন? 

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২৪, অক্টোবর ২০, ২০২৫
মিরপুরের স্পিন স্বর্গে নাসুমের প্রত্যাবর্তন?  ছবি: সংগৃহীত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে নতুন রণকৌশল নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ। প্রথম ম্যাচে রিশাদ হোসেনের ঘূর্ণিতে দারুণ জয়ের পর এবার দলের নজর আরও বড় স্পিন আক্রমণে।

তাই অনুশীলনে যুক্ত হয়েছেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ।

প্রথম ওয়ানডেতে স্পিন সহায়ক উইকেটে তিনজন স্পিনার- রিশাদ, মেহেদী মিরাজ ও তানভীর ইসলামকে খেলিয়েছিল বাংলাদেশ। রিশাদ ছিলেন নায়ক, ছয় উইকেটে কুপোকাত করেন ক্যারিবীয় ব্যাটারদের। মিরাজও ছিলেন নিখুঁত, ১০ ওভারে দেন মাত্র ১৬ রান। তবে তানভীর ইসলাম তুলনামূলকভাবে কিছুটা নিষ্প্রভ ছিলেন, যা নির্বাচকদের ভাবনায় এনে দিয়েছে নতুন সমীকরণ।

সেই চিন্তার প্রতিফলনই এখন হতে পারে নাসুম আহমেদ। বাঁহাতি এই স্পিনারকে টিম ম্যানেজমেন্ট রাখতে পারেন দ্বিতীয় ওয়ানডেতে। মিরপুরের স্পিন-বান্ধব উইকেটে তানভীরের পরিবর্তে নাসুমকে একাদশে দেখা যেতে পারে, এমন সম্ভাবনাই প্রবল। তবে নাসুম ও তানভীর দুজনকেই দেখা গেছে কোচের মনোযোগী শিষ্য হয়ে বোলিং অনুশীলন করতে।

নাসুম সবশেষ ওয়ানডে খেলেছেন গত বছর ডিসেম্বরেই, প্রতিপক্ষ তখনও ওয়েস্ট ইন্ডিজ। ১৮ ওয়ানডেতে এখন পর্যন্ত তার শিকার ১৬ উইকেট।  

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে। সিরিজে ১-০ তে এগিয়ে থাকা বাংলাদেশ চাইবে আগেভাগেই সিরিজ নিশ্চিত করতে। সেই অভিযানে নাসুম হতে পারেন নতুন স্পিন অস্ত্র।

এফবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।