ঢাকা, রবিবার, ৩ কার্তিক ১৪৩২, ১৯ অক্টোবর ২০২৫, ২৬ রবিউস সানি ১৪৪৭

ক্রিকেট

পাকিস্তানের বিমান হামলা

শেষ খাবারও খেতে পারেননি নিহত তিন আফগান ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪৫, অক্টোবর ১৯, ২০২৫
শেষ খাবারও খেতে পারেননি নিহত তিন আফগান ক্রিকেটার

পাকিস্তানের বিমান হামলায় প্রাণ হারালেন আফগানিস্তানের তিন ক্লাব পর্যায়ের ক্রিকেটার। শনিবার আফগানিস্তানের পাকতিকা প্রদেশে এই হামলায় কবির আগা, সিবঘাতুল্লাহ ও হারুন নামের তিন ক্রিকেটার নিহত হন।

আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) এক বিবৃতিতে জানিয়েছে, এ ঘটনায় আরও পাঁচজন স্থানীয় নাগরিক নিহত এবং সাতজন আহত হয়েছেন।

এসিবির বিবৃতিতে বলা হয়, নিহত তিন ক্রিকেটার শনিবার পাকতিকা প্রদেশের রাজধানী শারানায় একটি প্রীতি ম্যাচে অংশ নিতে গিয়েছিলেন। খেলা শেষে উরগুন জেলায় এক বন্ধুর বাসায় ডিনারে আমন্ত্রিত ছিলেন তারা। কিন্তু রাতের খাবার শুরু করার আগেই ঘটে ভয়াবহ বিস্ফোরণ। হামলার প্রথম ধাক্কাতেই তারা প্রাণ হারান।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই সময় আরও কয়েকজন ক্রিকেটারকে আমন্ত্রণ জানানো হলেও তারা খেলায় ক্লান্ত থাকায় যেতে রাজি হননি। অনলাইন এক আলোচনায় অংশ নেওয়া আফগানিস্তানের সাবেক এক ক্রিকেটার বলেন, ‘তারা বিকেলে ম্যাচ খেলেছিল। পরে বন্ধুর বাসায় যাওয়ার পরিকল্পনা হয়। কেউ কেউ ক্লান্ত থাকায় না গেলেও, যারা গিয়েছিল তাদের মধ্যে তিনজন ক্রিকেটার নিহত এবং আয়োজক বন্ধু আহত হন। হামলা তিন দফায় চালানো হয়। প্রথমে শুরুর পর আবার দ্বিতীয় ও তৃতীয় দফায়। ’

এ ঘটনায় আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে নেমে আসে শোকের ছায়া। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ও ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) পৃথক বিবৃতিতে গভীর নিন্দা ও শোক প্রকাশ করেছে। আইসিসি এক বিবৃতিতে জানায়, ‘এই সহিংসতায় তিন তরুণ ক্রিকেটারকে হারানো শুধু আফগানিস্তানের নয়, গোটা ক্রিকেট বিশ্বের জন্য বড় ক্ষতি। আমরা এসিবি ও নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। ’

বিসিসিআই তাদের বিবৃতিতে বলেছে, ‘প্রতিভাবান তরুণ খেলোয়াড়দের মৃত্যু অত্যন্ত মর্মান্তিক। আমরা এসিবি ও নিহতদের পরিবারের পাশে আছি। ’

এসিবির এক কর্মকর্তা জানিয়েছেন, নিহত ক্রিকেটারদের স্মরণে ভবিষ্যতে স্থানীয় টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে, ‘এ মুহূর্তে নির্দিষ্ট কোনো সিদ্ধান্ত হয়নি, তবে ভবিষ্যতে এই খেলোয়াড়দের নামে টুর্নামেন্ট আয়োজনের বিষয়টি বিবেচনায় থাকবে। ’

এই ঘটনার পরপরই আফগানিস্তান পাকিস্তানের আয়োজনে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজ থেকে নাম প্রত্যাহার করে নেয়। সিরিজটি অনুষ্ঠিত হবে আগামী ১৭ থেকে ২৯ নভেম্বর পাকিস্তানের রাওয়ালপিন্ডি ও লাহোরে। আফগানিস্তানের পরিবর্তে সেখানে এখন অংশ নেবে জিম্বাবুয়ে। ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচে ১৭ নভেম্বর রাওয়ালপিন্ডিতে মুখোমুখি হবে পাকিস্তান ও জিম্বাবুয়ে।

উরগুন জেলা পাকিস্তান সীমান্তবর্তী এলাকা, যেখানে সাম্প্রতিক দিনগুলোতে দুই দেশের মধ্যে সংঘাত বেড়েছে। শুধু পাকতিকা নয়, রাজধানী কাবুলসহ বিভিন্ন এলাকায়ও বিমান হামলার খবর পাওয়া গেছে। পরিস্থিতি শান্ত করতে দুই দেশের কর্মকর্তারা শিগগিরই দোহায় বৈঠকে বসবেন বলে জানা গেছে।

আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।