ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ৬ উইকেট শিকার করে প্রায় একাই ম্যাচ জিতিয়েছেন লেগ স্পিনার রিশাদ হোসেন। তরুণ এই স্পিনারের এমন দুর্দান্ত পারফরম্যান্সে মুগ্ধ হয়েছেন বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদও।
মুশতাক বলেন, ‘সত্যি বলতে এটা ততটা সহজ নয় (পাঁচ উইকেট নেওয়া)। কখনও কখনও বেশি চাপের মধ্যে থাকতে হয়, কারণ আপনাকে সেরাটা দিতে হবে। একজন তরুণ লেগ-স্পিনার হিসেবে আপনি নার্ভাস হতে পারেন। কিন্তু কোচিং দৃষ্টিকোণ থেকে আমার কথা হলো ধরে খেলা। এই পিচগুলো কখনও আপনাকে আরাম দেবে না, তাই কমফোর্ট জোন এবং প্রক্রিয়া থেকেই বের হয়ে আসতে হবে। ’
রিশাদের ধারাবাহিকতা নিয়েও আশাবাদী মুশতাক। তিনি বলেন, ‘শতভাগ আমি বিশ্বাস করি (রিশাদ টেস্ট খেলবে)। শেষ চার ইনিংসে, বিশেষ করে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মতো দলের বিপক্ষে যেভাবে বল করেছে, তাতে আমি খুবই খুশি। আমি বিশ্বাস করি, ও টেস্ট ক্রিকেটেও ভালো করবে। একজন লেগ-স্পিনার হিসেবে ওর মধ্যে জেনুইন প্রতিভা আছে। এখন শুধু নিজের প্রক্রিয়াটা ঠিকভাবে ধরে রাখতে হবে। ’
রিশাদের মানসিক দৃঢ়তার দিকটিও তুলে ধরেছেন মুশতাক আহমেদ। তিনি বলেন, ‘টেস্ট ক্রিকেটের জন্য রিশাদ খুব ভালো হতে পারে, কিন্তু তাকে ভালোভাবে প্রস্তুত করে সেই জায়গায় আনতে সময় লাগবে। ’
এফবি/আরইউ