বাংলাদেশ থেকে এবার আইপিএল নিলামের তালিকায় ছিলেন মুশফিক-মাহমুদউল্লাহ। কিন্তু তাদের মধ্যে আগে নিলামে নাম আসা মুশফিককে কেনার আগ্রহ দেখায়নি কোনো দলই।
একইদিন নিলামে অবিক্রীত থেকে গেছেন সাবেক কিউই অধিনায়ক ব্র্যান্ডন ম্যাককালাম, ভারতীয় অলরাউন্ডার যুবরাজ সিং, প্রোটিয়া ওপেনার হাশিম আমলা, অজি ব্যাটসম্যান শন মার্শ, প্রোটিয়া পেসার মরনে মরকেল, লঙ্কান অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথুসের মতো তারকারা।
স্যাম কুরানকে ৭.২ কোটি রুপিতে কিনেছে কিংস ইলেভেন পাঞ্জাব। এখন পর্যন্ত সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়া বিদেশি খেলোয়াড় বলা হচ্ছে তাকেই। প্রোটিয়া ব্যাটসম্যান কলিম ইনগ্রামকে ৬.৪ কোটি রুপিতে দলে টেনেছে দিল্লী।
বিদেশি কোটায় দল পেয়েছেন উইন্ডিজ অধিনায়ক কার্লোস ব্র্যাথওয়েট। তাকে ৫ কোটি রুপিতে দলে নিয়েছে কলকাতা। চমক দেখিয়েছেন উইন্ডিজ ব্যাটসম্যান শিমরন হেটমায়ার। তাকে ৪.২০ কোটিতে কিনে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। তবে ৭৫ লাখ ভিত্তি মূল্যের কার্লোস ব্র্যাথওয়েটকে ৫ কোটিতে কিনে আসল চমক দেখিয়েছে কলকাতা নাইট রাইডার্স।
অলরাউন্ড ক্যাটাগরিতে ব্র্যাথওয়েট ছাড়াও দল পেয়েছেন অজি তারকা ময়েজেস হ্যানরিকস। তাকে ১ কোটি রুপিতে কিনেছে কিংস ইলেভেন পাঞ্জাব। ভারতীয় স্পিনিং অলরাউন্ডার আক্সার প্যাটেলকে ৫ কোটি রুপিতে দলে ভিড়িয়েছে দিল্লী ক্যাপিটালস। দল পাননি ইংলিশ অলরাউন্ডার ক্রিস ওকস, ক্রিস জর্ডান।
উইকেটরক্ষক ক্যাটাগরিতে ২.২০ কোটি রুপিতে ইংলিশ উইকেটরক্ষক জনি বেয়ারস্টোকে কিনে নিয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ। উইন্ডিজ উইকেটরক্ষক নিকোলাস পুরানকে ৪.২০ কোটিতে কিনেছে পাঞ্জাব। এদিকে ভারতীয় উইকেটরক্ষক ঋদিমান সাহাকে ১.২ কোটিতে দলে নিয়েছে হায়দ্রাবাদ।
এদিন আরেক চমক হয়ে এসেছেন ভারতীয় পেসার উনাদকাট। তিন দলের কাড়াকাড়ি শেষে ৮.৪ কোটিতে তাকে দলে টেনেছে রাজস্থান রয়্যালস। বোলার ক্যাটাগরিতে পেসার ইশান্ত শর্মাকে ১.১ কোটিতে কিনেছে দিল্লী। আর ভিত্তি মূল্য ২ কোটিতেই মুম্বাইয়েই ফিরেছেন লঙ্কান পেস তারকা লাসিথ মালিঙ্গা।
ভারতীয় পেসার মোহাম্মদ শামিকে ৪.৮ কোটি রুপিতে দলে টেনেছে পাঞ্জাব। আরেক পেসার বরুন অ্যারনকে ২.৪ কোটিতে কিনেছে রাজস্থান। আরেক ভারতীয় পেসার মোহিত শর্মাকে ৫ কোটি রুপিতে কিনেছে চেন্নাই সুপার কিংস।
তবে সবচেয়ে বড় চমক একেবারে নতুন এক প্রতিভা বরুন চক্রবর্তী। তাকে নিয়ে রীতিমত কাড়াকাড়ি পড়ে গেছে। তবে বাকিদের পেছনে ফেলে ৮.৪ কোটি রুপিতে তাকে দলে টেনেছে পাঞ্জাব। তার ভিত্তিমূল্য ছিল মাত্র ২০ লাখ!
বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৮
এমএইচএম