ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বাঘ-সিংহের তৃতীয় ম্যাচ উৎসর্গ করা হবে কুলাসেকারাকে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৩ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৯
বাঘ-সিংহের তৃতীয় ম্যাচ উৎসর্গ করা হবে কুলাসেকারাকে নুয়ান কুলাসেকারা: ছবি-সংগৃহীত

বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচটি উৎসর্গ করা হবে নুয়ান কুলাসেকারাকে। খবরটি নিশ্চিত করেছে শ্রীলঙ্কা ক্রিকেট।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন কুলাসেকারা। তবে লঙ্কান ক্রিকেটে তার অবদানের কথা ভুলে যায়নি দেশটির ক্রিকেট বোর্ড।

যার কারণে তৃতীয় ম্যাচটির জন্য আমন্ত্রণ জানিয়েছেন তাদের সাবেক বোলারকে। ম্যাচটিতে এক অনুষ্ঠানের আয়োজন করে সংবর্ধনা দেওয়া হবে কুলাসেকারাকে।

শ্রীলঙ্কা ক্রিকেটের সভাপতি শাম্মি সিলভা বলেন, ‘নুয়ান কুলাসেকারা লঙ্কান ক্রিকেটের গুরুত্বপূর্ণ অংশ ছিলেন এবং তার সময়ে জাতীয় দলের হয়ে ব্যতিক্রমী ক্রিকেট খেলেছেন। তার অবদানে জাতীয় দল মাঠে প্রচুর সাফল্য পেয়েছে। তার সামনের দিনগুলোর জন্য শুভকামনা জানাই। ’

২০০৩ সালে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে অভিষেক হয় কুলাসেকারার। ২০১৪ সালে শ্রীলঙ্কার টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পেছনেও গুরুত্বপূর্ণ অবদান রাখেন এই ফাস্ট বোলার।

২০১১ বিশ্বকাপে ভারতের বিপক্ষে ফাইনালে লঙ্কানদের মূল খেলোয়াড়দের একজন ছিলেন কুলাসেকারা। ২০০৯ সালের মার্চে আইসিসি শীর্ষ র্যাংকিংয়ে বোলারদের মধ্যে ১১তম স্থানে উঠে আসেন তিনি। এই অবস্থান ধরে রাখেন সেই বছরের ২৬ সেপ্টেম্বর পযর্ন্ত।

গত বুধবার (২৪ জুলাই) আকস্মিকভাবে আন্তর্জাতিক ক্রিকেটকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানান কুলাসেকারা। ৩৭ বছর বয়সী এই তারকাকে প্রশংসায় ভাসিয়েছেন শ্রীলঙ্কা ক্রিকেটের সিইও অ্যাশলে ডি সিলভা। তিনি বলেন, ‘সে (কুলাসেকারা) দৃষ্টান্তমূলক ব্যক্তিত্ব, মাঠে এবং মাঠের বাইরে সে অনুকরণীয় এক রোল মডেল। ক্রিকেটাররা তার মতো হওয়ার চেষ্টা করবে। সরলতা ও ভদ্রতা কুলাসেকারার ক্রিকেট ক্যারিয়ারের অন্যতম বৈশিষ্ট্য। যা তাকে মাঠে ও মাঠের বাইরে সাহায্য করেছে। ’

টাইগারদের বিপক্ষে স্বাগতিক শ্রীলঙ্কা সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে খেলবে বুধবার (৩১ জুলাই), কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে। সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে আছে সিংহলিজরা।

বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৯
ইউবি/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।