গত এক বছরে দারুণ পারফরম্যান্সের সুবাদে প্রথমবারের মতো বর্ষসেরা পুরস্কারে ভূষিত হলেন ডু প্লেসিস। তবে ভন নির্কেক চার বছরের মধ্যে এ নিয়ে তৃতীয়বার এমন সম্মান পেলেন।
এদিকে প্রোটিয়াদের ১১তম ক্রিকেটার হিসেবে ডু প্লেসিস বর্ষসেরার ট্রফি জিতেছেন। এর আগে দেশটির ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই পুরস্কার জ্যাক ক্যালিস (২০০৪ এবং ২০১১), মাখায়া এনটিনি (২০০৫ এবং ২০০৬), হাশিম আমলা (২০১০ এবং ২০১৩), এবি ডি ভিলিয়ার্স (২০১৪ এবং ২০১৫) এবং কাগিসো রাবাদা (২০১৬ এবং ২০২৮) দুবার করে জেতেছেন। আর শন পোলক (২০০৭), ডেল স্টেইন (২০০৮), গ্রায়েম স্মিথ (২০০৯), ভারনন ফিল্যান্ডার (২০১২) এবং কুইন্টন ডি কক (২০১৭) একবার করে ঘরে তুলেছেন।
এদিন ডু প্লেসিসের সত্যি বলতে জয়জয়কার ছিল। তিনি বর্ষসেরার পাশাপাশি বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার ও এসএ প্লেয়ার্স’ প্লেয়ার অব দ্য ইয়ারও হয়েছেন।
এছাড়া কুইন্টন ডি কক বর্ষসেরা টেস্ট ক্রিকেটার, ডেভিড মিলার বর্ষসেরা টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটার ও সমর্থকদের চোখে সেরা ক্রিকেটারের পুরস্কার পেয়েছেন কাগিসো রাবাদা।
নিচে পুরস্কার বিজয়ীদের তালিকা দেওয়া হলো:
বর্ষসেরা ক্রিকেটার: ফাফ ডু প্লেসিস
বর্ষসেরা নারী ক্রিকেটার: ড্যান ভন নিকের্ক
বর্ষসেরা টেস্ট ক্রিকেটার: কুইন্টন ডি কক
বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার: ফাফ ডু প্লেসিস
বর্ষসেরা টি -২০ আন্তর্জাতিক ক্রিকেটার: ডেভিড মিলার
খেলোয়াড়দের চোখে বর্ষসেরা খেলোয়াড়: ফাফ ডু প্লেসিস
সমর্থকদের চোখে বর্ষসেরা খেলোয়াড়: কাগিসো রাবাদা
স্ট্রিটওয়াইস পুরস্কার: ডেল স্টেইন (প্রোটিয়াদের সর্বকালের সেরা উইকেট শিকারী)
বছরের সেরা ডেলিভারি: ভারনন ফিল্যান্ডার (আজহার আলীর আউট, প্রথম ইনিংস, তৃতীয় টেস্ট)
আন্তর্জাতিক পুরুষদের বর্ষসেরা নতুন ক্রিকেটার: রাসি ভন ডার ডুসেন
আন্তর্জাতিক নারী বর্ষসেরা নতুন ক্রিকেটার: তুমি সেখুখুনে
বর্ষসেরা ওয়ানডে নারী ক্রিকেটার: মেরিজান ক্যাপ
বর্ষসেরা নারী টি-২০ ক্রিকেটার: শাবনিম ইসমাইল
বাংলাদেশ সময়: ১৩৪৮ ঘণ্টা, আগস্ট ০৪, ২০১৯
এমএমএস