নিউজিল্যান্ড পেসার সাউদিকে দেখুন, ২২ গজে বোলিংয়ে ঝড় তুললেও ব্যাট হাতে উল্লেখ করার মতো কোনো ইনিংস খেলেননি ক্যারিয়ারে। কিন্তু একটা জায়গায় তিনি বড়াই করতেই পারেন।
২০০ টেস্টের ৩২৯ ইনিংস খেলে ৬৯টি ছক্কা মেরেছেন শচীন। আর ৬৬ টেস্টের ৯৬ ইনিংসে এসেই ভারতীয় কিংবদন্তি ব্যাটসম্যানকে ছুঁলেন সাউদি। শ্রীলঙ্কার বিপক্ষে চলমান গল টেস্টের প্রথম ইনিংসে ধনাঞ্জয়া ডি সিলভার বলে ছক্কা মেরে শচীনের রেকর্ডে ভাগ বসান ৩০ বছর বয়সী কিউই পেসার।
টেস্টে ছক্কা হাঁকানোতে কেবল শচীনকে স্পর্শ করেননি, এর আগে এবিডি ভিলিয়ার্স, সনাথ জয়াসুরিয়া, ইয়ান বোথামদের মতো কিংবদন্তি ব্যাটসম্যানদের টপকে গেছেন সাউদি। লাল বলে সবচেয়ে ছক্কা হাঁকানোর রেকর্ডটি ভাঙতে অবশ্য অনেক পথ পাড়ি দিতে হবে তাকে। ১০৭ ছক্কা মেরে শীর্ষে আছেন তারই স্বদেশি ব্রেন্ডন ম্যাককালাম।
সাউদি টেস্টে পাঁচ ফিফটিতে করেছেন ১৫৫০ রান। এক ইনিংসে সর্বোচ্চ রান করেছেন ৭৭। বল হাতে নিয়েছেন ২৪৪ উইকেট।
বাংলাদেশ সময় ১৬৩৬ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৯
ইউবি