ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

টস করেই রেকর্ড গড়লেন রশিদ খান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০১৯
টস করেই রেকর্ড গড়লেন রশিদ খান ছবি:সংগৃহীত

চট্টগ্রামে শহরটি ক্রিকেটের বহু ইতিহাসের সাক্ষী। এখানে অনেক ক্রিকেটাররাই করে গেছেন কতশত রেকর্ড। এবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনন্য এক রেকর্ডের মালিক হলেন রশিদ খান।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) একমাত্র টেস্ট খেলতে নামে বাংলাদেশ ও আফগানিস্তান। এই ম্যাচে টস করার সঙ্গে সঙ্গেই আফগান অধিনায়ক রশিদ খান গড়ে ফেলেন দুর্দান্ত এক রেকর্ড।

এ দিন রশিদ মাঠে নেমেছেন ২০ বছর ৩৫০ দিন নিয়ে। যা টেস্ট ইতিহাসে সবচেয়ে কম বয়সে নেতৃত্ব দেওয়ার রেকর্ড।

ফলে ভেঙে গেল জিম্বাবুয়ের সাবেক ক্রিকেটার টাটেন্ডা টাইবুর রেকর্ড। ২০০৪ সালে হারাতে শ্রীলঙ্কার বিপক্ষে দলকে ২০ বছর ৩৫৮ দিন বয়সে নেতৃত্ব দিতে নেমেছিলেন টাইবু। এত দিন এটিই ছিল সবচেয়ে কম বয়সে টেস্ট অধিনায়কত্ব দেওয়ার রেকর্ড। এবার সে রেকর্ড নিজের করে নিলেন রশিদ।

টেস্টে সবচেয়ে কম বয়সে দলকে নেতৃত্ব দেওয়ার তালিকায় আছেন বাংলাদেশের দুই অধিনায়কও। ২০০৯ ওয়েস্ট ইন্ডিজ সফরে মাশরাফি বিন মুর্তজা হঠাৎ চোটে পড়লে অধিনায়কের দায়িত্ব পান সাকিব আল হাসান। তখন সাকিবের বয়স ২২ বছর ১১৫ দিন। আর ২০০৭ সালে মোহাম্মদ আশরাফুল শ্রীলঙ্কার বিপক্ষে নেতৃত্ব দেন ২২ বছর ৩৫৩ দিন বয়সে।

বাংলাদেশ সময়: ১০১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।