ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ফাইনালে বৃষ্টি হলে সমীকরণ কি হবে?

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৯
ফাইনালে বৃষ্টি হলে সমীকরণ কি হবে? বৃষ্টিতে শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম: ছবি-শোয়েব মিথুন

মিরপুরের শেরে বাংলা জাতীয স্টেডিয়ামে মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে বাংলাদেশ বনাম আফগানিস্তানের মধ্যকার ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনাল। কিন্তু মিরপুরের আকাশে চলছে মেঘের আনাগোনা। দুপুর ১টা দিকে একবার বৃষ্টিও হয়ে গেছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বিকেল ৫টার পর বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভবনা রয়েছে। সন্ধ্যা ৬টার পর তা কমে মাঝারি বৃষ্টিতে পরিণত হবে বলে ধারনা করা হচ্ছে যা চলবে দুই ঘন্টার মতো।

রাত ৯টার পর বৃষ্টি পুরোপুরি থেমে গেলেও কুয়াশা দেখা দিবে এবং তা ১১টা পর্যন্ত স্থায়ী হবে।

ফাইনাল ম্যাচ শুরু হওয়ার কথা রয়েছে সন্ধ্যা সাড়ে ৬টায়। এমন অবস্থায় খেলা শুরু হওয়া নিয়ে প্রশ্ন উঠবে। সেক্ষেত্রে যদি খেলা না হয় তবে দুই দলকে যৌথভাবে চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে। কারণ ফাইনালের জন্য কোন রিজার্ভ-ডে রাখা হয়নি।

আর বৃষ্টি থেমে গেলে খেলা হবে। তবে সেক্ষেত্রে খেলা শুরু হওয়ার সর্বশেষ সময় রাত ৯টা ৪০ মিনিট পর্যন্ত। এর আগে মাঠ খেলার উপযোগী হলে তবে খেলা শুরু হবে। নয়তো খেলা শুরুর কোনো সম্ভবনা নেই।

বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৯
আরএআর/ইউবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।