ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

আনুষ্ঠানিকভাবে বিদায় নিলেন ‘ফাহিম স্যার’

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৬ ঘণ্টা, অক্টোবর ১, ২০১৯
আনুষ্ঠানিকভাবে বিদায় নিলেন ‘ফাহিম স্যার’ নাজমুল আবেদিন ফাহিমকে স্মারক তুলে দিচ্ছেন বিসিবি কর্মকর্তারা: ছবি-শোয়েব মিথুন

বাংলাদেশের ক্রিকেটারদের অভিভাবক বলা যায় নাজমুল আবেদিন ফাহিমকে। ক্রিকেটারদের শেষ ভরসাও তিনি। 

বিকেএসপির সাবেক কোচ নাজমুল আবেদীন ক্রিকেট বোর্ডের গেম ডেভেলপমেন্ট বিভাগে কাজ করেছেন অনেক দিন হলো। সাকিব-মুশফিক-তামিম-মুমিনুল-সৌম্যরা যখনই খারাপ সময় পার করতেন কোনোকিছু চিন্তা না করেই তার কাছে চলে যেতেন।

তারা হাত ধরেই প্রথম নারী দল এশিয়া কাপের শিরোপা ঘরে তোলে।

সেপ্টেম্বর মাসের শুরুর দিকেই পদত্যাগপত্র জমা দিয়েছিলেন ‘ফাহিম স্যার’। তবে ক্রিকেট বোর্ড তাকে অনুরোধ করেছিলেন থেকে যাওয়ার। কিন্তু বিসিবি’র সঙ্গে ১৪ বছরের সম্পর্কের ইতি টানার সিদ্ধান্তেই অটল রয়ে গেলেন এই গুণী ব্যক্তিটি।

সোমবার (৩০ সেপ্টেম্বর) পার করেন বিসিবিতে তার শেষ দিন। আনুষ্ঠানিক ভাবে ‘ফাহিম স্যার’কে বিদায় জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ফুল ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয় তার হাতে।

মূলত তিনি ছিলেন একজন পিচ কিউরেটর। ২০০০ সালে বাংলাদেশের প্রথম টেস্টের পিচটি তার অধীনেই তৈরি করা হয়েছিল।

বাংলাদেশ সময়: ২১৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৯
আরএআর/ইউবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।