ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ক্যাম্পের প্রথম দিনই আসছেন ভেট্টরি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩০ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৯
ক্যাম্পের প্রথম দিনই আসছেন ভেট্টরি ছবি:সংগৃহীত

আসছে নভেম্বরে ভারত সফরের জন্য শুক্রবার (২৫ অক্টোবর) প্রস্তুতি ক্যাম্প শুরু করবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আর প্রথম দিনই ঢাকা আসছেন স্পিন কোচ ড্যানিয়েল ভেট্টরি। বিসিবির একটি সূত্র থেকে এ ব্যাপারটি নিশ্চিত হওয়া যায়। এর আগে গত জুলাইয়ে বাংলাদেশের স্পিন কোচ হিসেবে তার নাম ঘোষণা করা হয়।

নিউজিল্যান্ডের স্পিন গ্রেট ভেট্টরির সঙ্গে অবশ্য অন্যরকম চুক্তি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) যেখানে আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত মোট ১০০ দিন বাংলাদেশের স্পিনারদের সঙ্গে কাজ করবেন এ বাঁহাতি।

ভেট্টরির সঙ্গে প্রধান কোচ রাসেল ডমিঙ্গো ও পেস বোলিং কোচ চার্ল ল্যাঙ্গেভেল্টের নাম সে সময় ঘোষণা করা হয়েছিল।

ডমিঙ্গো ও ল্যাঙ্গেভেল্টে আগেই কাজ শুরু করলেও, এবারই প্রথম আসছেন ভেট্টরি।

বাংলাদেশ সময়: ১২২৮ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।