ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ওয়ার্নারের সেঞ্চুরিতে বিশাল সংগ্রহের পথে অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১২ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৯
ওয়ার্নারের সেঞ্চুরিতে বিশাল সংগ্রহের পথে অস্ট্রেলিয়া দিন শেষে ব্যাট উঁচিয়ে দর্শকদের অভিনন্দনের জবাব দিচ্ছেন ওয়ার্নার: ছবি-সংগৃহীত

সারাদিন বোলিংয়ের পর অস্ট্রেলিয়ার কেবল একটি উইকেটেই নিতে পেরেছে পাকিস্তানি বোলাররা। গাবা টেস্টের পুরোটা দিন তাদের পরীক্ষা নিয়েছেন ডেভিড ওয়ার্নার। অজি ওপেনার দুর্ধর্ষ সেঞ্চুরিতে দলকে নিয়ে চলেছেন রান পাহাড়ের চূড়ায়। 

প্রথম ইনিংসে স্বাগতিকরা ১ উইকেটে ৩১২ রানে দ্বিতীয দিন শেষ করেছে। পাকিস্তানের চেয়ে তারা এগিয়ে গেছে ৭২ রানে।

এর আগে দুই টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ব্রিসবেনে প্রথম দিনেই ২৪০ রানে শেষ হয়ে যায় সফরকারীদের ইনিংস।  

শুক্রবার (২২ নভেম্বর) সকালে দ্বিতীয় দিন শুরু করেন ওয়ার্নার ও জো বার্নস। ওপেনিং জুটিতেই অস্ট্রেলিয়া স্কোরবোর্ডে জমা হয় ২২২ রান। যা গাবায় চতুর্থ সর্বোচ্চ ওপেনিং জুটি। আর তিন রান করলেই তারা ভেঙে ফেলতেন ২০০১ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে করা ম্যাথু হেইডেন ও জাস্টিন ল্যাঙ্গারের ২২৪ রানের তৃতীয় সর্বোচ্চ জুটিটি।  

তবে তা আর সম্ভব করতে দেননি ইয়াসির শাহ। পাকিস্তানি স্পিনার সেঞ্চুরি কেড়ে নেন বার্নসের। ১৬৬ বলে ১০ চারে ৯৭ রানে সাজঘরে ফেরেন অজি ওপেনার। তারপরও অবশ্য অস্ট্রেলিয়ার রানের চাকা থামেনি। মার্নাস লাবুশানেকে নিয়ে দলকে তিনশো পেরোনো স্কোর এনে দেন ২২তম টেস্ট সেঞ্চুরি পাওয়া ওয়ার্নার। দিন শেষ করার আগে নিজের নামের পাশে ২৬৫ বলে ১০ চারে ১৫১ রান যোগ করেছেন তিনি। ৫৫ রানে অপরাজিত থাকা লাবুশানেকে নিয়ে আগামীকাল তৃতীয় দিন শুরু করবেন ওয়ার্নার।  

বাংলাদেশ সময়: ১৫১২ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৯
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।