এর আগে বে ওভালে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে পঞ্চম দিনে ম্যাচ বাঁচানোর জন্য লড়ছিল ইংলিশরা। সফরকারী দলের পেসার আর্চার ব্যাটিংয়ে নামলে তাকে লক্ষ্য করে এক কিউই সমর্থক বর্ণবাদী মন্তব্য করেন।
২৮ বছর বয়সী অকল্যান্ডের সেই দর্শককে ২০২২ সাল পর্যন্ত ঘরোয়া ও আন্তর্জাতিক সকল ম্যাচে খেলা দেখা থেকে নিষিদ্ধ করেছে কিউই ক্রিকেট বোর্ড। এর আগে পুলিশি তদন্তে তার বর্ণবাদী আচরণ প্রমাণ হয়।
পুলিশ অবশ্য তাকে শুধুমাত্র সতর্ক করেছে এবং ভবিষ্যতে ভাষা ব্যবহারে মার্জিত হতে বলেছে। তবে নিউজিল্যান্ড ক্রিকেট বড় শাস্তিই দিল।
সেদিন ম্যাচ শেষে আর্চার সামাজিক যোগাযোগমাধ্যমে অভিমানের সুরে অভিযোগ তোলেন, ‘আজ (ম্যাচের পঞ্চম দিন, ২৫ নভেম্বর) বর্ণবাদী কিছু মন্তব্যে খুব বিরক্ত হয়েছি। এ সময় দলকে বাঁচাতে আমি মাঠে ব্যাট হাতে লড়ছিলাম। সপ্তাহজুড়ে মাঠে দর্শকের উপস্থিতি দারুণ ছিল, শুধু ওই লোকটা ছাড়া। বার্মি-আর্মিরা বরাবরের মতোই আমাদের পাশে ছিল। ’
বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২০
এমএমএস