২০০৪-১২ সাল, এই ৮ বছরের ক্যারিয়ারে ইংল্যান্ডের জার্সিতে ১০০ টেস্ট খেলেছেন স্ট্রাউস। টেস্টে ৪০.৯১ গড়ে তার রান ৭ হাজারের বেশি।
পেশাদার ক্রিকেট থেকে অবসর নেওয়ার প্রায় তিন বছরের মধ্যে ইংল্যান্ডের ক্রিকেটের সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তিতে পরিণত হন স্ট্রাউস। দেশটির ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব সামলানোর পাশাপাশি গত বছরের জুলাইয়ে ঘরের মাঠে নিজেদের ক্রিকেট ইতিহাসের প্রথম ওয়ানডে বিশ্বকাপ জয়ের পেছনেও তার ভূমিকা ছিল।
গত বছরের সেপ্টেম্বরে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) ক্রিকেট কমিটির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয় স্ট্রাউসকে। এর আগে ইসিবি’র ক্রিকেট পরিচালক হিসেবে দায়িত্ব পালন করলেও তবে ক্যান্সার আক্রান্ত স্ত্রীর পাশে থাকতেই শেষ পর্যন্ত দায়িত্ব ছাড়েন তিনি।
বাংলাদেশ সময়: ১৮০১ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২০
এমএইচএম