৩৮ বছর বয়সী উইকেটরক্ষককে এ ব্যাপারে নিশ্চিত করেছেন আইপিএলের ফ্র্যাঞ্চাইজি চেন্নাই সুপার কিংসের ভাইস-চেয়ারম্যান এবং ইন্ডিয়া সিমেন্টের ম্যানেজিং ডিরেক্টর এন. শ্রীনিবাসন।
ইন্ডিয়া সিমেন্টের এক ইভেন্টে শ্রীনিবাসন বলেন, ‘লোকজন বলতে থাকে, কখন সে (ধোনি) অবসর নেবে, আর কতদিন খেলবে।
গত বছর ওয়ানডে বিশ্বকাপের পর থেকে ধোনিকে ভারতীয় দলে আর দেখা যায়নি। অবসরের গুঞ্জন ওঠলেও তা পাশ কাটিয়ে গেছেন। ইতোমধ্যে ভারত কয়েকটি সিরিজ খেললেও দলে জায়গা হয়নি তার। তবে আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার ব্যাপারে আশাবাদী ধোনি। সেক্ষেত্রে রবি শাস্ত্রীর স্কোয়াডে জায়গা পাওয়ার জন্য ৩৮ বছর বয়সী তারকাকে লড়াই করতে হবে ২২ বছর বয়সী তরুণ উইকেটরক্ষক-ব্যাটসম্যান ঋষভ পান্থের সঙ্গে।
বাংলাদেশ সময়: ১৬২১ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২০
ইউবি