এই দিন অনুশীলনে যোগ দেন প্রথম দিনের অনুশীলন ক্যাম্পে না থাকা মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান ও নাজমুল ইসলাম শান্ত। তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহরা নেটে ব্যাটিং অনুশীলন করেছেন দীর্ঘক্ষণ।
অন্যদিকে নেটে নিজেদের বোলিং ঝালিয়ে নিয়েছেন আল আমিন হোসেন, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, আমিনুল ইসলাম বিপ্লবরা। পাকিস্তানি পেসারদের সঙ্গে লড়াইয়ে পুরো দায়িত্বটা থাকবে তাদের ওপরই। সুইং, বাউন্স, স্পিন দিয়ে কাবু করতে তাদের নিয়েও আলাদা কাজ করা হয়েছে। পেস বোলিং কোচ না থাকায় চাম্পাকা রামানায়েকের অধীনে অনুশীলন করেছে পেসাররা।
আর স্পিন বোলিং কোচ ড্যানিয়েল ভেট্টরি পাকিস্তান সফরে না যাওয়ায় ছিলেন না অনুশীলনে দলের সঙ্গেও। বিপ্লব-রানাদের দেখাশুনা করছেন সোহেল ইসলাম।
তবে টি-টোয়েন্টি দলের সঙ্গে অনুশীলন করেছেন টেস্ট অধিনায়ক মুমিনুল হক। এছাড়াও অনুশীলনে ছিলেন বিসিবি’র কেন্দ্রীয় চুক্তিতে নতুন অন্তর্ভূক্ত হওয়া পেসার এবাদত হোসাইন।
বাংলাদেশ সময়: ২১১৩ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২০
আরএআর/ইউবি