ঢাকা, বৃহস্পতিবার, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৯ মে ২০২৫, ০১ জিলহজ ১৪৪৬

ক্রিকেট

ফেরার ব্যাপারে আশাবাদী ম্যাক্সওয়েল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৩৫, মার্চ ১০, ২০২০
ফেরার ব্যাপারে আশাবাদী ম্যাক্সওয়েল গ্লেন ম্যাক্সওয়েল

এই মাসের শেষের দিকে নিউজিল্যান্ড সফরে অস্ট্রেলিয়া দলে ফেরার ব্যাপারে আশাবাদী গ্লেন ম্যাক্সওয়েল। দু’দলের তিন টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ২৪ মার্চ। 

গত ফেব্রুয়ারির মাঝখানে কনুইয়ের চোটে অস্ত্রোপাচার করতে হয় ম্যাক্সিকে। সে সময় আশা করা হয়েছিল, সুস্থ হতে তার অন্তত ছয় থেকে আট সপ্তাহ সময় লাগতে পারে।

তবে খুব দ্রুতই সুস্থ হয়ে ওঠছেন অজি অলারাউন্ডার।  

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা এবং কিউই সফরে ফেরার ব্যাপারে অস্ট্রেলিয়ার এক ক্রীড়া ওয়েবসাইটে ম্যাক্সওয়েল বলেন, ‘আমি এখনও নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের ব্যাপারে আশাবাদী এবং তা যদি হয় তবে আগামী আইপিএল ও আগামী বিশ্বকাপ নিয়েও আশা রাখি। ’ 

মানসিক স্বাস্থ্য বিশ্রাম ও চোটের কারণে গত বছরের অক্টোবরের পর আর আন্তর্জাতিক ক্রিকেটে দেখা যায়নি ম্যাক্সওয়েলকে। তবে বিগ ব্যাশ লিগে (বিবিএল) মের্লবোর্ন স্টার্সের হয়ে খেলেছেন তিনি।   

বাংলাদেশ সময়: ১৭৩৪ ঘণ্টা, মার্চ ১০, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।