রাজধানীর গুলশান ইয়্যুথ ক্লাব গ্রাউন্ডে টসে জিতে আগে ব্যাট করে ৮ উইকেটে ১২৯ রান করে ব্যাংক এশিয়া। জবাবে ব্যাট করতে নেমে ১৫.৪ ওভারে জয় তুলে নেয় ব্র্যাক ব্যাংক।
১৩০ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে দলীয় ৬ রানের অরাফাতের উইকেটে হারায় ব্র্যাক ব্যাংক। এরপর দ্বিতীয় উইকেট জুটিতে রিজওয়ান ও তারেক দলকে জয়ের ভিত্তি গড়ে দেন।
রিজওয়ান ৪৩ রান করে আউট হন। শেষ পর্যন্ত ২৬ বল হাতে রেখে জয় তুলে নেয় ব্রাক ব্যাংক। তৌহিদুল ৩৬ রানে অপরাজিত থাকেন। ব্যাকং এশিয়ার হানিফ ২টি এবং মাহমুদুল ও আকতারুজ্জামান ১টি করে উইকেটে নেন।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে স্কোর বোর্ডে ১২৯ রান যোগ করে ব্যাংক এশিয়া। দলের পক্ষে সর্বোচ্চ ৪৩ রান করেন সাদরুল। এছাড়া ১৬ রান আসে মাহমুদুল ও শরিফুলের ব্যাট থেকে।
ব্র্যাক ব্যাংকের কামাল ৩টি, রাসেল ২টি এবং রাজিব, শহিদুল ও তাজকির ১টি করে উইকেটে নেন।
সংক্ষিপ্ত স্কোর:
ব্যাংক এশিয়া: ১২৯/৮ (২০), সাদরুল ৪৩, মাহমুদুল ১৬, শরিফুল ১৬; কামাল ৯/৩, রাসেল ৪৫/২, তাজকির ১৩/১
ব্র্যাক ব্যাংক: ১৩২/৪ (১৫.৪) রিজওয়ান ৪৩, তৌহিদুল ৩৬ তারেক ২৯; হানিফ ৩৬/২, মাহমুদুল ১৪/১, আকতারুজ্জামান ১৭/১
ম্যাচসেরা: কামাল (ব্র্যাক ব্যাংক)
বাংলাদেশ সময়: ১৩৫৬ ঘণ্টা, মার্চ ১৪, ২০২০
আরএআর/এমএমএস