নিজ দেশের মানুষকে করোনা ভাইরাস নিয়ে সতর্ক করে একটি ভিডিও বার্তা দিয়েছেন আফ্রিদি। আর সেই ভিডিও বার্তাটি পাকিস্তান ক্রিকেটের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে শেয়ার করা হয়েছে।
'হাঁচি, কাশি দেওয়ার সময় এবং খাবার আগে ও পরে আমাদের হাত খুব ভালোভাবে ধুতে হবে। আপনার হাত জীবাণুমুক্ত রাখতে অ্যালকোহলযুক্ত স্যানিটাইজার ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ। হাঁচি ও কাশি দেওয়ার সময় টিস্যু পেপার ব্যবহার করুন। ব্যবহৃত টিস্যু পেপার ডাস্টবিনে ফেলুন। আপনি সুস্থ থাকলে দেশও সুস্থ থাকবে,' যোগ করেন তিনি।
শুক্রবার (২০ মার্চ) পর্যন্ত করোনা ভাইরাসের সংক্রমণে পাকিস্তানে মৃত্যু হয়েছে ৩ জনের। আক্রান্ত হয়েছেন ৪৫১ জন। এরইমধ্যে দেশটির সবধরনের খেলাধুলা স্থগিত রাখা হয়েছে। মাঝপথে বন্ধ হয়েছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) খেলা। সেই সঙ্গে পিছিয়ে গেছে বাংলাদেশ দলের পাকিস্তান সফরও (তৃতীয় ধাপ)।
বাংলাদেশ সময়: ১৮১৩ ঘণ্টা, মার্চ ২০, ২০২০
এমএইচএম