ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করলেন রুবেল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২২ ঘণ্টা, মার্চ ২৬, ২০২০
দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করলেন রুবেল দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করছেন রুবেল। ছবি: ফেসবুক থেকে সংগৃহীত

পুরো বিশ্বের মতো বাংলাদেশেও করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে। এর প্রভাবে জনজীবন হয়ে পড়েছে স্থবির। এহেন পরিস্থিতিতে সবচেয়ে বেকায়দায় পড়েছেন দুস্থ ও অসহায় মানুষজন। সবচেয়ে বেশি সহায়তা প্রয়োজন এখন তাদের। অনেকেই অবশ্য সামর্থ্য অনুযায়ী দুস্থদের পাশে দাঁড়াচ্ছেনও। এবার সেই তালিকায় যুক্ত হলেন জাতীয় দলের ক্রিকেটার রুবেল হোসেন।

এরইমধ্যে করোনা মোকাবিলায় নিজেদের বেতনের অর্ধেক দান করেছেন জাতীয় দলের ক্রিকেটাররা। এবার নিজস্ব উদ্যোগে দুস্থদের পাশে দাঁড়ালেন জাতীয় দলের পেসার রুবেল হোসেন।

নিজ হাতে রাতের অন্ধকারে দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন তিনি। সেই ছবি নিজের অফিসিয়াল ফেসবুক পেজে শেয়ারও করেছেন।  

ফেসবুকে খাদ্যসামগ্রী বিতরণের ছবি শেয়ার করার পাশাপাশি যার যার সামর্থ্য অনুযায়ী অসহায়-দুস্থদের পাশে দাঁড়ানোর আহবানও জানিয়েছেন তিনি। রুবেল হোসেন লেখেন, 'এখন সময় আতংকিত হবার নয়, এখন সময় নিজেকে সুরক্ষিত রেখে আশেপাশের মানুষজনকে সাহায্য করার। আসুন না, এই দুর্যোগে আমরা যে যেভাবে পারি, সেভাবে অসহায় মানুষদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেই। '

করোনা মোকাবিলায় গঠিত একটি তহবিলে বেতনের অর্ধেক টাকা দান করেছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররাও। তামিম, মাহমুদউল্লাহ, লিটনসহ চুক্তিবদ্ধ ১৭ জন ক্রিকেটার ছাড়াও আর ১০ জন ক্রিকেটার তাদের বেতনের অর্ধেক টাকা দান করেছেন, যার পরিমাণ ৩১ লাখ টাকা। এছাড়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) অর্থ অনুদান দেবে।

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫ জনের দেহে করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। এ নিয়ে বর্তমানে দেশে মোট রোগীর সংখ্যা দাঁড়ালো ৪৪ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১ জন, মারা গেছেন পাঁচজন। নতুন করে কোনো মৃত্যু নেই। সারা বিশ্বে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৭৯ হাজার ৯১৫ জন আর মারা গেছেন ২১ হাজার ৫৭৭ জন।

বাংলাদেশ সময়: ১৮২২ ঘণ্টা, মার্চ ২৬, ২০২০
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।