ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

করোনা: ৫ হাজার অসহায় মানুষকে খাওয়ানোর দায়িত্ব নিলেন শচীন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৬ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২০
করোনা: ৫ হাজার অসহায় মানুষকে খাওয়ানোর দায়িত্ব নিলেন শচীন শচীন টেন্ডুলকার

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস ঠেকাতে পুরো দেশ লকডাউন করেছে ভারত। এমন সংকটের মুহূর্তে অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছেন দেশটির ক্রীড়া ব্যক্তিত্বরা। এগিয়ে এসেছেন শচীন টেন্ডুলকারও। এর আগে প্রধানমন্ত্রীর ত্রান তহবিলে ৫০ লাখ রুপি দান করেছিলেন ভারতীয় ক্রিকেট কিংবদন্তি। এবার লকডাউনের সময় এক মাসের জন্য ৫ হাজার অসহায় মানুষদের খাওয়ানো দায়িত্ব নিলেন ‘ক্রিকেট গড।’ 

‘আপনালয়’ নামের এক অ-মুনাফা ভিত্তিক প্রতিষ্ঠানের সঙ্গে মিলে এমন মহতী উদ্যোগ গ্রহণ করছেন তিনি। প্রতিষ্ঠানটি তাদের অফিসিয়াল টুইটার পেজে শচীনকে ধন্যবাদ জানিয়ে লেখেন, ‘লকডাউনের সময় যারা ভোগান্তির মধ্যে পড়েছে তাদের সাহায্য এবং আপনালয়কে সহায়তার পদক্ষেপ নেওয়ার জন্য শচীন আপনাকে ধন্যবাদ।

এক মাসের জন্য ৫ হাজার মানুষকে খাওয়ানোর দায়িত্ব নিচ্ছেন তিনি। আরও অসংখ্য অসহায় মানুষ আছে যাদের আপনার সাহায্য প্রয়োজন। ’ 

নিজের টুইটার পেজে এর প্রত্যুত্তরে টিম ইন্ডিয়ার সাবেক ব্যাটসম্যান শচীন লিখেন, ‘অসহায়দের জন্য অবিরাম কাজ করে যাওয়ার জন্য আপনালয়কে আমার শুভেচ্ছা। আপনাদের কাজ জারি রাখুন। ’ 

কোভিড-১৯ রোধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ত্রান তহবিলে গত মার্চে ২৫ লাখ রুপি দান করেন শচীন। সম-পরিমাণ দান করেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর ত্রান তহবিলেও।  

বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।