২০১৯ সালের ডিসেম্বরে মাত্র তিন মাসের জন্য দক্ষিণ আফ্রিকা ক্রিকেটের ডিরেক্টর পদে যোগ দেন স্মিথ। আইপিএলের (ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ) কারণে এ সংক্ষিপ্ত চুক্তি করেন প্রোটিয়া ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা এ অধিনায়ক।
তবে বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের কারণে আইপিএলের নতুন সংস্করণ পেছানোয় এবার স্থায়ী ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করবেন ৩৯ বছর বয়সী সাবেক বাঁ-হাতি ব্যাটসম্যান। আগামী ৩১ মার্চ, ২০২২ সাল পযর্ন্ত এ পদে থাকবেন তিনি।
স্মিথকে স্থায়ীভাবে ডিরেক্টর পদে নিয়োগ দেওয়ার প্রসঙ্গে সিএসএ’র ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী ড. জ্যাকস ফাউল বলেন, ‘অল্প সময়ের মধ্যে নিজের শক্তি, অভিজ্ঞতা, কঠোর পরিশ্রম, নৈতিকতা, গুণগত সংকল্প ও ধৈর্য দিয়ে গ্রায়েম অনেক প্রভাব রেখেছেন বোর্ডে। ’
মাত্র ২২ বছর বয়সে দক্ষিণ আফ্রিকার সবচেয়ে কনিষ্ট হিসেবে অধিনায়ক হোন স্মিথ। ২০১৪ সালে ব্যাট-প্যাড তুলে রাখার আগে দেশের হয়ে ১১৭টি টেস্ট, ১৯৭ ওয়ানডে ও ৩৩টি টি-টোয়েন্টি খেলেছেন স্মিথ।
বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২০
ইউবি