শচীন টেন্ডুলকার।
গত শুক্রবার নিজের ৪৭তম জন্মদিন পালন করলেন শচীন টেন্ডুলকার। তবে করোনা ভাইরাস মহামারির কারণে আগেই জানিয়ে দিয়েছিলেন ঘটা করে এবার কিছুই করবেন না। কিন্তু ভক্তদের কাছে একটি আবদার করে বসেছেন এই ক্রিকেট ঈশ্বর।
ক্রিকেট বিশ্বের একমাত্র ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটের ১০০ সেঞ্চুরির মালিক শচীন ভক্ত-সমর্থকদের উদ্দেশ্যে শনিবার এক টুইট করেন। যেখানে লিখেন, ‘আপনাদের সবার শুভেচ্ছার জন্য আমি কৃতজ্ঞ।
আপনারা সবসময় আমার জন্য প্রার্থনা করেছেন আমি যেন উইকেটে থাকি ও আউট না হই (বের না হই)। আজ আমি আপনাদের সবার কাছে একটি জিনিস চাচ্ছি আপনারাও কেউ বের হবেন না। #ঘরে থাকুন ও সুস্থ থাকুন।
সম্প্রতি করোনা ভাইরাসের কারণে সাহায্যর হাত বাড়িয়ে দিয়েছেন শচীন টেন্ডুলকার। ইতোমধ্যে তিনি ৫০ লাখ রুপি অনুদান হিসেবে দিয়েছেন। এছাড়া ঘোষণা দিয়েছেন মাসজুড়ে ৫০০০ মানুষকে খাওয়াবেন।
বাংলাদেশ সময়: ১২৫২ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২০
এমএমএস
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।