ক্রেইগ ম্যাকমিলানকে করা বলটির গতি ছিল ঘণ্টায় ১০০.০৪ মাইল বেগের। যা কিলোমিটার হিসেবে দাঁড়ায় ১৬১।
ফলে অস্ট্রেলিয়ান সাবেক পেসার জেফ থমসনের গতির রেকর্ডটিই বহাল থাকে। তিনি ১৯৭৫ সালে ৯৯.৮ মাইল বেগে বল করে রেকর্ড গড়েছিলেন।
এদিকে স্বীকৃতি না পেয়ে মন খারাপ করার মানুষ নন শোয়েব আখতার। তিনি তা এক বছর পরই প্রমাণ করে দেন। ২০০৩ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপকেই মঞ্চ বানান। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে গতির ঝড় তুলে বল করেন ১০০.২ মাইল বেগে। কিলোমিটারের হিসেবে ১৬১.৩। যা এখন পর্যন্ত সর্বোচ্চ গতির বলের বিশ্ব রেকর্ড হয়ে আছে।
বাংলাদেশ সময়: ১৫২৪ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২০
এমএমএস