২৫ বছর আগে, ১৯৯৪ সালে শ্রীলঙ্কা সফরে দলের সাবেক কোচ ইন্তিখাব আলমের সঙ্গে বাসিত আলী ম্যাচ ফিক্সিংয়ে জড়িত ছিলেন, এমন অভিযোগ আনেন আব্বাসি। তবে সম্প্রতি এক ভিডিও সাক্ষাৎকারে নিজের ওপর আসা এমন অভিযোগ অস্বীকার করেন পাকিস্তানের হয়ে ১৯টি টেস্ট ও ৫০টি ওয়ানডে খেলা বাসিত।
তিনি জানান, যদি আদালত তার অপরাধের প্রমাণ দিতে পারে তবে মরে যেতেও রাজি। বাসিত আরও দাবি করেন, আলমের নিশ্চয়তার প্রমাণ দিয়ে আব্বাসির যে অভিযোগ তা ভুলভাবে উদ্বৃত হয়েছে।
বাসিত বলেন, ‘আমি ইন্তিখাব আলমের ফোন কল পেয়েছিলাম এবং তিনি আমাকে বলেছিলেন, মিডিয়াতে তার ব্যাপারে যা দেখানো হচ্ছে সে ব্যপারে তার কিছুই করার নেই। সেটা আরিফ আব্বাসি হোক বা অন্য কেউ, বিশ্বের আদালতে যদি কেউ আমার বিরুদ্ধে ম্যাচ ফিক্সিংয়ের প্রমাণ দিতে পারে, তাহলে আমি মরতেও রাজি। ’
বাংলাদেশ সময়: ১১২৫ ঘণ্টা, মে ০৪, ২০২০
ইউবি