শচীন ও সৌরভের একটি ছবি পোস্ট করে আইসিসি যে টুইট করেছে তাতে এই জুটির কিছু কীর্তি তুলে ধরা হয়েছে। ওয়ানডেতে দুজনের জুটিতে মোট রান এসেছিল ৮ হাজার ২২৭, যা এখন পর্যন্ত এই ফরম্যাটে কোনো জুটির ক্ষেত্রে রেকর্ড।
আইসিসি'র টুইট প্রথমে রি-টুইট করেন শচীন। যেখানে তিনি গাঙ্গুলীকে ট্যাগ করে লেখেন, 'এটা অনেক দারুণ সব স্মৃতি ফিরিয়ে আনলো, দাদি (গাঙ্গুলীকে দাদি বলে ডাকেন শচীন)। বর্তমান নিয়মে যেখানে ৪ ফিল্ডার রিংয়ের বাইরে রাখা এবং দুটি নতুন বল দিয়ে খেলা বাধ্যতামূলক, এই সময় এসে আমরা আর কত বেশি রান করতে পারতাম?'
জবাবে সাবেক ভারতীয় অধিনায়ক ও বর্তমান বিসিসিআই প্রেসিডেন্ট লেখেন, 'আরও ৪ হাজার কিংবা তারও বেশি... ২টি নতুন বল... বাহ... মনে হচ্ছে যেন প্রথম ওভারেই কভার ড্রাইভে বাউন্ডারি পার...। '
শচীন, গাঙ্গুলীর ক্যারিয়ারের সূর্য অস্তমিত হওয়ার সময় থেকেই ওয়ানডে ক্রিকেটে বেশকিছু নতুন নিয়মের আগমন ঘটে। এক বল দিয়ে খেলার বদলে বল পুরনো হয়ে গেলে নতুন বল (সাধারণত ৩০-৩৫ ওভারে) নেওয়ার ব্যবস্থা আছে এখন। এমনটা প্রতি ফিল্ডিং টিমের জন্যই প্রযোজ্য।
এখন ফিল্ডিংয়ের ক্ষেত্রেও বাধ্যবাধকতা রাখা হয়েছে। নন-পাওয়ার প্লে ওভারগুলোতে ৩০ গজের মধ্যে ৪ জন ফিল্ডার রাখা বাধ্যতামূলক। ফলে ব্যাটসম্যানরা সহজেই স্ট্রোক খেলার সুযোগ পাচ্ছে।
শচীন, সৌরভদের জামানায় বিষয়টা একবারেই আলাদা ছিল। এখনকার ক্রিকেটাররা আবার মারকাটারি টি-টোয়েন্টির অভিজ্ঞতা তো আছেই। ফলে ব্যাটসম্যানদের স্ট্রোক খেলার দক্ষতাতেও পরিবর্তন এসেছে। কিন্তু এতসব পরিবর্তন সত্ত্বেও শচীন-গাঙ্গুলীর রেকর্ড এখনও বহাল তবিয়তে টিকে আছে।
বাংলাদেশ সময়: ২২১৮ ঘণ্টা, মে ১২, ২০২০
এমএইচএম