মূলত ক্রিকেটের বিভিন্ন ফরম্যাট থেকে বোলারদের নিয়ে গঠিত দলটি কলম্বো ক্রিকেট ক্লাবে অনুশীলন করবে এবং অনুশীলন চলাকালীন একটি হোটেলে থাকবে।
প্রথমদিন তারা হোটেলে ফিটনেস ট্রেনিং করবে এবং পরেরদিন অর্থাৎ মঙ্গলবার (০২ জুন) থেকে মাঠে অনুশীলন শুরু করবে।
করোনা ভাইরাসের ঝঁকি এড়াতে এবং সরকারের স্বাস্থ্যবিধি মানার জন্য ‘১২ দিনের আবাসিক অনুশীলন’ বাস্তবায়নের বিবেচনা করা হয়েছে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায় শ্রীলঙ্কা ক্রিকেট।
অনুশীলনের সময় জীবাণুনাশিত পরিবহন ব্যবহৃত হবে। স্বাস্থ্যবিধির এক নির্দেশিকা নিয়ে ইতোমধ্যে হোটেল ও অনুশীলন ভেন্যু পরিদর্শন করেছেন দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা। অনুশীলনের এই ১২ দিনে ব্যক্তিগত কারণে হোটেল ও ভেন্যু ছাড়ার অনুমতি নেই খেলোয়াড়দের।
বাংলাদেশ সময়: ১২৫৯ ঘন্টা, মে ৩১, ২০২০
ইউবি