বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যক্তিগত অনুশীলনের দ্বিতীয় ধাপের দ্বিতীয় দিনে হানা দিয়েছে বৃষ্টি। তবে বৃষ্টির মাঝেই অনুশীলন করেছেন ক্রিকেটার ইমরুল কায়েস।
এছাড়া প্রথমবারের মতো অনুশীলন করেন সাব্বির রহমান, আল-আমিন হোসেন ও আমিনুল ইসলাম বিপ্লব। তবে ঢাকায় ফিরতে না পারায় অনুশীলন করতে পারেননি সৌম্য সরকার।
রোববার (০৯ আগস্ট) মিরপুরের হোম অব ক্রিকেটে যথারীতি অনুশীলন শুরু করেন মুশফিকুর রহিম। সকাল ৯টা থেকেই অনুশীলন শুরু করেন মুশি। ব্যাটিং, রানিং, জিম সবই করেছেন মিস্টার ডিপেন্ডেবেল।
তবে ব্যতিক্রম ছিলেন ইমরুল। তিনি যখন অনুশীলনে নামেন তখন মিরপুরে শুরু হয় ঝিরিঝিরি বৃষ্টি। কিন্তু থেমে ছিল না ইমরুলের অনুশীলন। বৃষ্টিতেই মিরপুরের মূল মাঠে করেন রানিং। এরপর ইনডোরে ব্যাট হাত ঝালিয়ে নেন তিনি।
এছাড়া মাহমুদউল্লাহ রিয়াদ, এনামুল হক বিজয় ও সাব্বির রহমান তাদের সূচি অনুযায়ী অনুশীলন করেছেন।
বোলারদের মধ্যে আল-আমিন হোসেন, আমিনুল ইসলাম বিপ্লব ও মেহেদি হাসান রানা অনুশীলন করেন। এছাড়া এদিন বোলাররা মিরপুরের একাডেমি মাঠে রানিং করেন।
এদিকে ঢাকার বাইরে খুলনা, সিলেট, চট্টগ্রাম ও রাজশাহীতে আরও ১২ জন ক্রিকেটারের অনুশীলন করার কথা রয়েছে।
বাংলাদেশ সময়: ১৪০২ ঘণ্টা, আগস্ট ০৯, ২০২০
আরএআর/এমএমএস