বিরাট কোহলি তার ক্যারিয়ারে বড় অনেক শিরোপাই জিতেছেন। তবে ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি লিগের সবচেয়ে জনপ্রিয় আসর আইপিএলে এখনও ব্যর্থ তিনি।
করোনা ভাইরাসের কারণে থমকে যাওয়া আইপিএলের ১৩তম আসরের অবশেষে দিন-তারিখ ঠিক হয়েছে। যেখানে সমর্থকরা তাদের প্রিয় ক্রিকেটারদের দেখতে মুখিয়ে আছেন। কোভিড-১৯ এর কারণে ভারতের পরিস্থিতি খারাপ হওয়ায় সংযুক্ত আরব আমিরাতে সেপ্টেম্বর থেকে নভেম্বরে আসরটি অনুষ্ঠিত হবে। যদিও এটি মূলত চলতি বছরের মার্চ থেকে মে মাসে হওয়ার কথা ছিল।
আমিরাতের আবুধাবি, শারজাহ ও দুবাইতে অনুষ্ঠিত হবে এবারের আইপিএল। আর নিরপেক্ষ ভেন্যুতে আসরটি হতে যাওয়ায় ধারণা করা হচ্ছে যে কোনো দলই শিরোপা জিততে পারে। বিশেষ করে অনেকে এবার কোহলির ব্যাঙ্গালুরুর ওপর বাজি ধরছেন।
এদিকে কোহলিকে আইপিএলে সফলতার মন্ত্র শিখিয়ে দিলেন অস্ট্রেলিয়ার সাবেক ফাস্ট বোলার ব্রেট লি। তিনি বলেন, ‘আমি শুধু চাই কোহলি সেখানে যাক ও ক্রিকেটকে উপভোগ করুক। আর তার ওপর অধিনায়ক ও ক্রিকেটার হিসেবে যে চাপ রয়েছে তা ঝেড়ে ফেলুক। ’
স্টার স্পোর্টসের ক্রিকেট চ্যাট শো’তে লি আরও বলেন, ‘এই লেভেলে সে দুর্দান্ত ক্রিকেটার। আমি মনেকরি মাঝে মাঝে সব চাপ পুরো দলের ওপর পড়ে, তখন ব্যর্থতা আসে। সে দলের সব ক্রিকেটারের চাপ নিতে চায়। তাই ব্যাঙ্গালুরুর সবার উচিৎ কোহলির ওপর থাকা চাপ সরিয়ে কিভাবে সাহায্য করা যায়। ’
আগামী ১৯ সেপ্টেম্বর শুরু হচ্ছে এবারের আইপিএল। যেখানে ১০ নভেম্বর আসরটির পর্দা নামবে।
বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, আগস্ট ১০, ২০২০
এমএমএস