উমর আকমল ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সম্পর্কটা এখন অনেকটা দা-কুমড়ার মতো। বিতর্কিত এই ক্রিকেটারের সঙ্গে কোনো আপস করতে চায় না পাকিস্তান ক্রিকেটে সর্বোচ্চ সংস্থা।
এর আগে চলতি বছরের এপ্রিলে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) অনৈতিক প্রস্তাব পেয়েও কর্তৃপক্ষকে না জানানোয় তিন বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন আকমলক। তবে মে মাসে তিনি নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করলে শুনানির পর জুলাইয়ে তার শাস্তির মেয়াদ দেড় বছর কমে অর্ধেক হয়ে যায়।
সোমবার (১০ আগস্ট) এক বিবৃতির মাধ্যমে পিসিবি জানায়, শাস্তি কমানোর রায়ের বিরুদ্ধে আপিল করার বোর্ড।
গত ২০ ফেব্রুয়ারি থেকে আকমলের নিষেধাজ্ঞার মেয়াদ শুরু হয়, যেটি ছিল তার প্রাথদমিকভাবে নিষিদ্ধ হওয়ার সময়। আর দেড় বছর কমে যাওয়ার ফলে আগামী বছরের অগাস্ট থেকে তিনি খেলতে পারবেন।
প্রতিভাবান এই ডানহাতি ব্যাটসম্যান জাতীয় দলের হয়ে ১৬ টেস্ট, ১২১ ওয়ানডে ও ৮৪ টি-টোয়েন্টি খেলেছেন আকমল।
বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, আগস্ট ১১, ২০২০
এমএমএস