পাকিস্তানের বিপক্ষে ম্যানচেস্টারে সিরিজের প্রথম টেস্টে অনুপযুক্ত ভাষা ব্যবহারে শাস্তি হলো ইংল্যান্ড পেসার স্টুয়ার্ট ব্রডের। তার ম্যাচ ফি’র ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে।
এর আগে শনিবার (আগস্ট ০৮) টেস্টে পাকিস্তানের দ্বিতীয় ইনিংসের ৪৬তম ওভারে এই ঘটনা ঘটে। সেসময় পাকিস্তান স্পিনার ইয়াসির শাহকে আউট করে অনুপযুক্ত ভাষা ব্যবহার করেন ব্রড।
এছাড়া ব্রডের নামের পাশে এখন তিনটি ডিমেরিট পয়েন্ট যোগ হলো। আর আগামী ২৪ মাসের মধ্যে তার নামে আর একটি ডিমেরিট পয়েন্ট যোগ হলেই একটি টেস্ট, দুটি ওয়ানডে বা দুটি টি-টোয়েন্টির যেটি আগে আসে, সেটিতে নিষিদ্ধ হবেন।
টেস্টের মাঠ আম্পায়ার রিচার্ড কেটেলবার্গ এবং রিচার্ড ইলিংওর্থ, তৃতীয় আম্পায়ার মাইকেল গফ ও চতুর্থ অফিসিয়াল স্টিভ ও’শাউগেনসি ব্রডের ব্যাপারে ম্যাচ রেফারি ক্রিস ব্রডের কাছে জানান। তবে দোষ স্বীকার করে শাস্তি মেনে নেওয়া আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।
বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, আগস্ট ১১, ২০২০
এমএমএস