ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ভারতীয় ক্রীড়ার সর্বোচ্চ পুরস্কার ‘খেলরত্ন’ জিতলেন রোহিত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২২ ঘণ্টা, আগস্ট ২২, ২০২০
ভারতীয় ক্রীড়ার সর্বোচ্চ পুরস্কার ‘খেলরত্ন’ জিতলেন রোহিত

ভারতীয় ক্রীড়ার সর্বোচ্চ পুরস্কার রাজীব গান্ধী খেলরত্ন সম্মাননায় ভূষিত হলেন দেশটির সীমিত ওভারের সহ-অধিনায়ক রোহিত শর্মা। এমনটি নিশ্চিত করেছে বিসিসিআই।

তিনি ভারতের মাত্র চতুর্থ ক্রিকেটার হিসেবে এই সম্মান গ্রহণ করলেন।

করোনা পরিস্থিতির কারণে আগামী ২৯ আগস্ট ভার্চুয়ালি এই পুরস্কার প্রদান করা হবে।

২০১৯ সালে ক্রিকেট মাঠে অসাধারণ সময় কেটেছে রোহিতের। যেখানে ৫৭.৩০ গড়ে ১৪৯০ রান করেছিলেন। এছাড়া ইংল্যান্ডে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে পাঁচটি সেঞ্চুরিসহ সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন। এমনকি ওপেনার হিসেবে টেস্টে উন্নীত হওয়ার পর পাঁচ ম্যাচে ৫৫৬ রান করেছিলেন।

এর আগে খেলরত্ন পুরস্কার পাওয়া তিন ক্রিকেটার হলেন শচীন টেন্ডুলকার (১৯৯৭-৯৮), মহেন্দ্র সিং ধোনি (২০০৭) ও বিরাট কোহলি (২০১৮)।

এদিকে টেস্ট পেসার ইশান্ত শর্মা ও নারী অলরাউন্ডার দীপ্তি শর্মা অর্জুন অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন।

বাংলাদেশ সময়: ১৪২১ ঘণ্টা, আগস্ট ২২, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।