ঢাকা, বৃহস্পতিবার, ২৪ আশ্বিন ১৪৩২, ০৯ অক্টোবর ২০২৫, ১৬ রবিউস সানি ১৪৪৭

ক্রিকেট

ইংলিশ ওপেনারের ঝড়ের পর বৃষ্টিতে ম্যাচ পণ্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৩১, আগস্ট ২৯, ২০২০
ইংলিশ ওপেনারের ঝড়ের পর বৃষ্টিতে ম্যাচ পণ্ড

৭১ রানের ঝড়ো ইনিংস খেললেন টম ব্যান্টন। দলও ভালো সংগ্রহের দিকে এগিয়ে যাচ্ছিল।

তবে বেরসিক বৃষ্টি এসে হানা দিলে শেষ পর্যন্ত ইংল্যান্ড ও পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচ সিরিজের প্রথমটি পরিত্যক্ত হয়।

শুক্রবার বাংলাদেশ সময় দিবাগত রাতে ম্যানচেস্টারে মুখোমুখি হয় দু’দল। যেখানে টস হেরে ব্যাটিং করতে নামে স্বাগতিক ইংলিশরা।

ব্যাটিংয়ে নেমে শুরুটা অবশ্য ভালো হয়নি ইংল্যান্ডের। দলীয় ৩ রানেই ইমাদ ওয়াসিমের কট এন্ড বোল্ডে ব্যক্তি ২ রানে বিদায় নেন ওপেনার জনি বেয়ারস্টো। তবে দ্বিতীয় উইকেট জুটিতে ডেভিড মালানের সঙ্গে ৭১ রানের জুটি গড়ে প্রাথমিক বিপর্যয় ভালোই সামান দেন আরেক ওপেনার টম ব্যান্টন। ব্যক্তিগত ২৩ রানে রান আউট হন মালান।

ক্যারিয়ারের প্রথম ফিফটি করা ব্যান্টন এদিন ব্যাটে ঝড় তোলেন। মাত্র ৪২ বলে ৪টি চার ও ৫টি ছক্কায় ৭১ রান করেন তিনি। ডানহাতি এই ব্যাটসম্যান শেষ পর্যন্ত শাদাব খানের বলে ওয়াসিমকে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন। দলের হয়ে তৃতীয় সর্বোচ্চ ১৪ রান করেন অধিনায়ক ইয়ন মরগান।

১৬.১ ওভারে দলীয় ১৩১ রানে ৬ উইকেটের সময় বৃষ্টি হানা দেয়। পরে পরিস্থিতি আর স্বাভাবিক না হলে ম্যাচটি পরিত্যক্ত হয়।

পাকিস্তান বোলারদের মধ্যে দুটি করে উইকেট পান ইমাদ ওয়াসিম ও শাদাব খান। একটি উইকেট দখল করেন ইফতেখার আহমেদ।

আগামী ৩০ আগস্ট একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১০২৮ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।