গত অক্টোবরে শ্রীলঙ্কা সিরিজ সামনে রেখে টাইগারদের ব্যাটিং পরামর্শক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল নিউজিল্যান্ডের ক্রেইগ ম্যাকমিলানকে। তবে বাবার মৃত্যুতে নিজের নাম প্রত্যাহার করে নেন তিনি।
অবশ্য কোয়ারেন্টিন ঝামেলায় শ্রীলঙ্কা সিরিজটিই পরে স্থগিত হয়ে যায়। তাই নেইল ম্যাকেঞ্জির উত্তসূরি হিসেবে আর কাউকে এখনই চিন্তা করছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে আসন্ন বঙ্গবন্ধু টি-টোয়েন্টি লিগ শেষেই ব্যাটিং পরামর্শক নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন বিসিবি’র ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান।
আকরাম খান বলেন বলেন, 'আমরা এই টুর্নামেন্টটা (বঙ্গবন্ধু টি-টোয়েন্টি) নিয়ে ব্যস্ত আছি, এটা শেষ হলেই নিয়োগ দেব। '
এর আগে গত ২১ আগস্ট পারিবারিক কারণ দেখিয়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচের পদ থেকে সরে দাঁড়ান নেইল ম্যাকেঞ্জি।
বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০২০
এমএমএস/আরএআর