দুই তরুণ ব্যাটসম্যান ইয়াসির আলী এবং আকবর আলীর ঝড়ো ব্যাটিংয়ে ভর করে মিনিস্টার গ্রুপ রাজশাহীর সামনে ১৭৫ রানের বড় লক্ষ্য ছুড়ে দিয়েছে বেক্সিমকো ঢাকা।
শুক্রবার (৪ ডিসেম্বর) মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে শুরুতে ফিল্ডিং বেছে নেন রাজশাহীর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
শুরুতে ব্যাট করতে নামা ঢাকা ওপেনার নাঈম হাসানের (১) উইকেট হারিয়ে বসে দলীয় ৩ রানেই। আরেক ওপেনার মোহাম্মদ নাঈম ততক্ষণে খোলসে ঢুকে পড়েছেন। কিন্তু মুশফিকুর রহিম এসে রানের চাকা সচল করেন। ঢাকার অধিনায়ক খেলেন ২৯ বলে ৩৭ রানের ইনিংস। কিন্তু মোহাম্মদ নাঈম ১৯ বলে ৯ রানের ধীরগতির ইনিংস খেলে বিদায় নেন। টিকতে পারেননি তাসনজিদ হাসানও।
দলকে ৬৪ রানে রেখে মুশফিক বিদায় নেওয়ার পর হাল ধরেন ইয়াসির ও আকবর জুটি। দুজনে মিলে যোগ করেন ১০০ রান। দলের পঞ্চম উইকেট হিসেবে বিদায় নেওয়ার আগে ইয়াসিরের ব্যাট থেকে আসে ৬৭ রানের ঝলমলে ইনিংস। ৩৯ বল স্থায়ী ইনিংসটি তিনি ৯টি চার ও ১টি ছক্কায় সাজিয়েছেন। আর শেষ পর্যন্ত অপরাজিত থেকে মাঠ ছাড়া আকবর খেলেছেন ২৩ বলে ৪৫ রানের ইনিংস, যেখানে ৩টি চার ও ২টি ছক্কার মার ছিল।
বল হাতে রাজশাহীর মুকিদুল পেয়েছেন ২ উইকেট। আর ১টি করে উইকেট গেছে মেহেদি হাসান, আরাফাত সানি ও ফরহাদ রেজার দখলে।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত রাজশাহীর সংগ্রহ ১ উইকেটে ৭ রান।
বাংলাদেশ সময়: ১৯০৪ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০২০
এমএইচএম