সম্প্রতি কৃষক আন্দোলন নিয়ে উত্তাল ভারত। আর এই আন্দোলনের সমর্থনে পরোক্ষভাবে এগিয়ে এলেন দেশটির সাবেক ক্রিকেটার যুবরাজ সিং৷ তবে সরকারের সমালোচনা না করে শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমেই সমাধান বেরিয়ে আসবে বলে আশা করছেন যুবরাজ৷
শনিবার (১২ ডিসেম্বর) এই ভারতীয় সাবেক অলরাউন্ডারের ৩৯তম জন্মদিন।
এদিকে কৃষকদের সমর্থনে সুর মিলিয়ে ক্রীড়াবিদদের পুরস্কার ফিরিয়ে দেওয়ারও সিদ্ধান্তের প্রশংসা করেছিলেন যুবরাজেরই বাবা যোগরাজ সিং। তবে বাবার মন্তব্যকে ভালোভাবে নেননি যুবরাজ। জানালেন, বাবার মন্তব্যে তিনি অত্যন্ত দুঃখিত।
যুবরাজ লিখেছেন, 'এ বছর আমি জন্মদিন উদযাপনের পরিবর্তে সরকার এবং কৃষকদের মধ্যে আলোচনার দ্রুত মীমাংসার জন্য প্রার্থনা করছি৷ আমাদের কৃষকরা দেশের জীবনরেখা৷ আমি মনে করি এমন কোনো সমস্যা নেই যার সমাধান আলোচনার মাধ্যমে করা যায় না৷ আর কৃষক বিক্ষোভের মঞ্চ থেকে যোগরাজ সিং যা বলেছেন, তার জন্য আমি খুবই দুঃখিত। একটা বিষয় স্পষ্ট করে দিতে চাই, এটা তার ব্যক্তিগত মত। আমার ভাবধারার সঙ্গে এর কোনো মিল নেই। '
এছাড়া করোনা সংক্রমণ নিয়ে সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানিয়ে বিবৃতির শেষে জয় জওয়ান, জয় কিসান এবং জয় হিন্দ লিখেছেন যুবরাজ৷
বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২০
এমএমএস