ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সিরিজ থেকে ছিটকে গেলেন ডি সিলভা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৯ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২০
সিরিজ থেকে ছিটকে গেলেন ডি সিলভা

শ্রীলঙ্কান দলে দুঃসংবাদ, উরুর ইনজুরির কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন ধনাঞ্জয়া ডি সিলভা। অন্তত দুই সপ্তাহ এই ব্যাটসম্যানকে মাঠের বাইরে থাকতে হবে।

এর আগে শনিবার সেঞ্চুরিয়নে প্রথম টেস্টের প্রথম দিন ব্যাটিংয়ের সময় চোট পান ডি সিলভা। দলের বিপর্যয়ের সময়ে তার ব্যাটে ঘুরে দাঁড়ায় লঙ্কানরা। তবে ব্যক্তিগত ৭৯ রানের সময় রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন তিনি।

শ্রীলঙ্কা ক্রিকেটের এক বিবৃতিতে বলা হয়, ডি সিলভা উরুতে গ্রেড টু টিয়ারে ভুগছেন। ফলে তাকে দুই সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে।

সফরকারী শ্রীলঙ্কা প্রথম ইনিংসে প্রথম দিন শেষে ৬ উইকেট হারিয়ে ৩৪০ রান করে। আগামী ৩ জানুয়ারি জোহান্নেসবার্গে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।