ঢাকা, বৃহস্পতিবার, ১০ আশ্বিন ১৪৩২, ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০২ রবিউস সানি ১৪৪৭

ক্রিকেট

টি-টেন লিগ: পুনে ডেভিলসের অধিনায়ক নাসির

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:২৬, জানুয়ারি ২৮, ২০২১
টি-টেন লিগ: পুনে ডেভিলসের অধিনায়ক নাসির নাসির হোসেন/ফাইল ফটো

জাতীয় দলে নাসির হোসেন অনিয়মিত হয়েছেন অনেক আগেই। ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেললেও ছিলেন পাদপ্রদীপের আড়ালে।

কিন্তু সেই নাসিরের কাঁধেই নেতৃত্বভার তুলে দিল আবুধাবি টি-টেন লিগের ফ্র্যাঞ্চাইজি পুনে ডেভিলস।

অফিসিয়াল টুইটার এবং ফেসবুক বার্তায় নাসিরকে অধিনায়ক করে টি-টেন লিগের স্কোয়াড প্রকাশ করেছে পুনে ডেভিলস। আজ বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) শুরু হচ্ছে আবুধাবি টি-টেন লিগের চতুর্থ আসর।

পুনে ডেভিলসে নাসিরের নেতৃত্বে খেলবেন ডেভিড মালান, মোহাম্মদ আমিরের বড় তারকা ক্রিকেটাররা। এই দলে আরও আছেন চ্যাডউইক ওয়ালটন এবং দারউইশ রাসুলির মতো পরিচিত ক্রিকেটাররাও।

আসরের প্রথম দিন মাঠে নামছে পুনে। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে ডেকান গ্ল্যাডিয়েটর্সের মুখোমুখি হবে নাসিরের দল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সোয়া আটটায়।

পুনে ডেভিলস স্কোয়াড:
ডেভিড মালান (আইকন), মোহাম্মদ আমির, হার্দুস ভিলজয়েন, চ্যাডউইক ওয়ালটন, টম কোহলার ক্যাডমোর, মনির হোসেন খান, নাসির হোসেন (অধিনায়ক), ডেভন থমাস, কেনার লুইস, আসিফ খান, মোহাম্মদ বুটা, স্যাম উইসনিউস্কি, করণ কেসি, বৃত্ত অরবিন্দ, দারউইশ রাসুলি, মুনিস আনসারি ও আহমেদ রেজা।

বাংলাদেশ সময়: ১২২৬ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২১
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।