ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

আকরাম-নান্নু-বাশারদের নিয়ে শুরু হচ্ছে লেজেন্ডস চ্যাম্পিয়নস ট্রফি

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০২১
আকরাম-নান্নু-বাশারদের নিয়ে শুরু হচ্ছে লেজেন্ডস চ্যাম্পিয়নস ট্রফি

বাংলাদেশের সাবেক তারকা ক্রিকেটারদের নিয়ে দেশে প্রথমবার শুরু হচ্ছে লেজেন্ডস চ্যাম্পিয়ন ট্রফি (এলসিটি)। এ নিয়ে সোমবার (০১ ফেব্রুয়ারি) রাজধানী একটি হোটেলে টুর্নামেন্টের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হয়েছে।

প্লেয়ার্স ড্রাফটে উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান, টি স্পোর্টসের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক সাফওয়ান সোবহান তাসভীর ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।

৬টি ফ্র্যাঞ্চাইজি নিয়ে এবারের এলসিটি মাঠে গড়াবে। দলগুলো হলো জেমকন টাইটান্স, একমি স্ট্রাইকার্স, নারায়ণগঞ্জ ওয়ারিয়র্স, এক্সপো রেইডার্স, বৈশাখী বেঙ্গল ও জা’দুবে স্টার্স। দলগুলোর আইকন হিসেবে থাকবেন যথাক্রমে, খালেদ মাসুদ পাইলট (একমি), খালেদ মাহমুদ সুজন (এক্সপো), মিনহাজুল আবেদীন নান্নু (বৈশাখী), আকরাম খান (জা’দুবে), হাবিবুল বাশার সুম (জেমকন) ও নাঈমুর রহমান দূর্জয় (নারায়ণগঞ্জ)

একই সঙ্গে ওপরের দলগুলো মেন্টর হিসেবে থাকছেন যথাক্রমে জাহিদ রাজ্জাক মাসুম, নাসির আহমেদ নাসু, আজহার হোসেন শান্টু, নুরুল আবেদীন নোবেল, সারোয়ার ইমন ও আথার আলী খান।

বাংলাদেশ জাতীয় দল কিংবা ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে খেলা প্রায় ১২০ লেজেন্ড ক্রিকেটার টুর্নামেন্টের জন্য নাম নিবন্ধন করেন। আর প্লেয়ার্স ড্রাফটের পরে আইকন ও মেন্টর মিলে প্রতিটি দলে ১৬জন করে ক্রিকেটার হচ্ছে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সহযোগিতায় আগামী ১৮ থেকে ২১ ফেব্রুয়ারি কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও একাডেমি মাঠে এলসিটি টেন ডট টেন আসরটি। ক্রিকেটের নতুন এই সংস্করণটি হবে ১০ ওভার ১০ বলের।

আসরটির প্রধান পৃষ্ঠপোষক সুবরা সিস্টেমস লিমিটেড। কক্সবাজার থেকে টুর্নামেন্টের ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশের প্রথম ও একমাত্র স্পোর্টস চ্যানেল টি স্পোর্টস।

এলসিটি টেন ডট টেনের আয়োজক এসিই (ACE) ও ক্রিকবল। টুর্নামেন্ট আয়োজনের সার্বিক সহযোগিতা করছে ক্রিকেটারদের সংগঠন কোয়াব।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০২১
এমএমএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।